প্রীতি পোদ্দার, বাঁকুড়া: ভাতা বৃদ্ধি এবং বেতন বৃদ্ধির দাবি নিয়ে কয়েক বছর ধরে রাজ্য প্রশাসনের সঙ্গে দীর্ঘ লড়াই করে চলেছে সরকারি কর্মীরা। কিন্তু সেই বিক্ষোভ এবং আন্দোলনকে কোনো তোয়াক্কাই করছে না রাজ্য সরকার। কেন্দ্রীয় সম মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবির লড়াইকে ঘিরে প্রশাসন এবং কর্মীদের সম্পর্ক বেশ ত্বরান্বিত হয়েছে। এমনকি এই দাবিকে ঘিরে মামলা গড়িয়েছে হাইকোর্ট থেকে সুপ্রিমকোর্টে। কিন্তু কোনো সমাধান এখনও মিলল না। পরেই রয়েছে মামলা। তবে সম্প্রতি চলতি বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়িয়েছে সরকার। DA বেড়ে হয়েছে ১৮ শতাংশ। এদিকে ভাতা বৃদ্ধি না করায় এবার বেশ ক্ষুব্ধ পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের সদস্যরা (Asha Workers Protest)।
গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আশা কর্মীদের চাপ ও গুরুত্ব অনেকটাই বেশি। কারণ গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সরকারি বিভিন্ন টিকা কর্মসূচি, গর্ভবতীদের প্রসব নিশ্চিত করা সহ বিভিন্ন ধরনের স্বাস্থ্য সংক্রান্ত সমীক্ষার দায়িত্ব রয়েছে তাদের ওপর। জানা গিয়েছে শুধুমাত্র বাঁকুড়া স্বাস্থ্য জেলাতেই এই আশা কর্মীর সংখ্যা প্রায় ১৬০০ জন। এদিকে মাসের পর মাস কাজের দায়িত্ব যেন পাল্লা দিয়েই বাড়ছে। কিন্তু কাজ বাড়লেও বেতন সেই একই পড়ে রয়েছে। বেতন বৃদ্ধি বা ভাতা বৃদ্ধি নিয়ে কোনো রকম উচ্চবাচ্য করছে না রাজ্য সরকার। আর তাই নিয়ে এবার বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের সদস্যরা।
বাজেটে ভাতা বৃদ্ধির আশা কর্মীদের
চলতি বছর রাজ্য বাজেট পেশ করার সময় আশাকর্মীরা ভেবেছিল যে রাজ্য সরকার এবার তাঁদের জন্য ভাতা বাড়াতে চলেছে। কিন্তু কোথায় কি সব আশায় জল ঢেলে দিল রাজ্য সরকার। তাঁদের নিয়ে কোনো রকম ভাতা বৃদ্ধির ঘোষণা করেনি সরকার। আন্দোলনকারী আশা কর্মীদের দাবি সারা মাস তাঁরা দরকারের চেয়ে অতিরিক্ত কাজ করে যান। কিন্তু মাসের শেষে তাঁরা ভাতা হিসাবে পান মাত্র ৫২৫০ টাকা। এদিকে সেই ভাতা নিয়েও ঝঞ্ঝাট পোহাতে হচ্ছে। কারণ সেই ভাতা এখনও দিচ্ছে না রাজ্য সরকার। বকেয়া পড়ে রয়েছে প্রায় ৩ থেকে ৫ মাস। তাই এবার বিক্ষোভের পথ বেছে নিল আন্দোলনকারী আশা কর্মীরা।
কাজ বন্ধের হুঁশিয়ারি আশা কর্মীদের
জানা গিয়েছে গত শুক্রবার অবিলম্বে ভাতা বৃদ্ধির দাবি তুলে বাঁকুড়া স্বাস্থ্য জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে বিক্ষোভ দেখান আশা কর্মীরা। তাঁদের দাবি এই পরিস্থিতিতে অবিলম্বে আশা কর্মীদের ভাতা বৃদ্ধি করে মাসিক ১৫ হাজার টাকা করা হোক এবং নিয়মিত ভাতা প্রদান ও কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীদের এককালীন ৫ লক্ষ টাকা দেওয়ার দাবি তোলা হয়। এবং বিক্ষোভকারীরা হুমকিও দেয় যে যদি বিক্ষোভের পরেও রাজ্য সরকার দাবি পূরণ না করে তাহলে জেলাজুড়ে কাজ বন্ধ রাখবেন বলে স্পষ্ট জানিয়ে দেন তাঁরা। এখন দেখার পাল শেষ পর্যন্ত রাজ্য সরকার তাঁদের দাবি মানে কিনা।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |