সৌভিক মুখার্জী, কলকাতাঃ ভারতের বাজারে সোনার দাম (Gold Price) সবসময় বিনিয়োগকারীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। আন্তর্জাতিক বাজারের পরিবর্তন বলুন কিংবা ডলারের মূল্য দুর্বল হওয়া, সবকিছুই সোনার বাজারে প্রভাব ফেলে। আজ ১২ই মার্চ, বুধবার। বিনিয়োগকারীদের জন্য সোনার বাজার বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। কারণ, গতকালের তুলনায় আজ হলুদ ধাতুর দাম কিছুটা কমেছে। অন্যদিকে রুপোর বাজারও সাধারণ মানুষকে স্বস্তি দিচ্ছে। চলুন দেখে নেওয়া যাক আজ ভারতের বাজারে সোনা ও রুপোর বর্তমান বাজার দর।
কেন সোনার বাজার এখন আলোচনার কেন্দ্রে?
সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৫০% শুল্ক সংক্রান্ত ঘোষণা এবং পরবর্তীতে তা থেকে পিছিয়ে আসা সোনার দামের উপর সরাসরি প্রভাব ফেলেছে। এর ফলে মার্কিন ডলারের মূল্য হ্রাস পেয়েছে এবং বিনিয়োগকারীরা আবারো নিরাপদ সম্পদ হিসেবে সোনার দিকে পা বাড়াচ্ছে। এই কারণেই সোনার বাজার প্রতিনিয়ত ওঠানামা করছে।
আজ সোনার বাজার মূল্য কত? | Gold Price Today |
ভারতে যদি আজ সোনার মূল্য নিয়ে কথা বলি, তাহলে গতকালের তুলনায় আজ কিছুটা মূল্য পতন হয়েছে হলুদ ধাতুর। আজ ২৪ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রাম বিক্রি হচ্ছে ৮৭,৮৪০/- টাকায় এবং ২২ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রামে বিক্রি হচ্ছে ৮০,১৯০/- টাকায়। শুধু তাই নয়, ১৮ ক্যারেট সোনার মূল্যেও কিছুটা পতন হয়েছে। আজ প্রতি ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৬৫,৬১০/- টাকা।
রুপোর বাজারের হালচাল | Silver Price Today |
এদিকে রুপোর বাজার আজ সাধারণ মানুষের পকেটে অনেকটাই স্বস্তি দিয়েছে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। আজ প্রতি কেজি রুপোতে ১১০০ টাকা মূল্য পতন ঘটেছে। অর্থাৎ, আজ ১ কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ৯৭,৯০০/- টাকা, যা ১ গ্রামে হিসাব করলে দাড়ায় ৯৭.৯০ টাকা। তবে এক্ষেত্রে বলে রাখি চেন্নাই, হায়দ্রাবাদ ও কেরালার মত শহরগুলিতে রুপোর দাম সবচেয়ে বেশি। এখানে প্রতি কেজি রুপোর দাম বর্তমানে ১,০৬,৯০০/- টাকা।
MCX সোনার বাজারের বর্তমান অবস্থা
MCX মার্কেটে বর্তমানে সোনা প্রতি ১০ গ্রামে ৮৬,০৪০/- টাকায় বিক্রি হচ্ছে, যা গতকালের তুলনায় ১১২/- টাকা কমেছে। আবার MCX-এ রুপো ৯৮,৪১০/- টাকা প্রতি কেজিতে বিকোচ্ছে, যা গতকালের তুলনায় ২৭৮/- টাকা বেড়েছে।
বিশেষজ্ঞদের মতে, বিনিয়োগকারীরা এখন সোনার দিকে ঝুঁকছে। কারণ বিশ্ববাজরের অনিশ্চয়তা বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয় হিসেবে সোনার থেকে বেশি আকৃষ্ট করছে। এছাড়া মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর চিন্তা করতে পারে। তাই সোনার বাজার বেশি আকৃষ্ট করছে।
এখনই কি সোনা কেনা উচিত?
যদি স্বল্পমেয়াদী বিনিয়োগের জন্য সোনা কিনতে চান, তবে বলে রাখি মূল্য সংশোধন হতে পারে। তাই বিক্রি করার জন্য পা বাড়াতে পারেন, কেনা এখন উচিত হবে না। তবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য বাজারে অনিশ্চয়তা থাকার কারণে ভবিষ্যতে আরো দাম বাড়তে পারে। তাই কিছুদিন অপেক্ষা করে যাওয়াই ভালো। তবে বিনিয়োগ করার আগে অবশ্যই সতর্ক থাকুন এবং বাজার পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |