ভারতীয় ক্রিকেটের ইতিহাসে বিরল দৃষ্টান্ত! পারেননি শাস্ত্রী-দ্রাবিড়রাও, বড় পদক্ষেপ গম্ভীরের

Published on:

Gautam Gambhir is about to take a big step as a coach

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে চুনকাম হওয়া ভারতই চ্যাম্পিয়নস ট্রফিতে দুবার কিউই বধ করে মিনি বিশ্বকাপের ট্রফি কাঁধে তুলেছে। তবে নেপথ্যে যার নাম বারবার করে উঠে আসছে সেই প্রধান কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) কোচিং নিয়েই উঠেছিল একাধিক অভিযোগ। কিউই বাহিনীর বিপক্ষে গত বছর ঘরের মাঠে চুনকাম সিরিজ এবং তারপর অজিভূমিতে বর্ডার গাভাস্কার সিরিজে হার, সবেতেই কাঠগড়ায় তোলা হয়েছিল গুরু গম্বীরকে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

প্রশ্ন উঠেছিল, ভারতীয় তারকার কোচিং থেকে শুরু করে ব্যক্তিগত জীবন নিয়েও। তবে গত রবিবার ভারত চ্যাম্পিয়নস ট্রফি জিততেই বদলে গেল চিত্র। গম্ভীরকে নিয়ে সমালোচনার পর্ব কাটিয়ে এবার তাঁর নামেই জয়ধ্বনি দিচ্ছেন অনেকেই। এমতাবস্থায়, কানে আসছে নতুন খবর। শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেটের ইতিহাসে বড়সড় ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে চলেছেন মেন ইন ব্লুুদের প্রধান কোচ গম্ভীর।

বিরাট পদক্ষেপ নিতে চলেছেন গম্ভীর?

রোহিত শর্মাদের চ্যাম্পিয়ন করে এবার নতুন পরিকল্পনায় শান দিচ্ছেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। জানা যাচ্ছে, জুন মাসে ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। জো রুটদের দেশে 5 ম্যাচের টেস্ট খেলবেন রোহিত শর্মারা। তবে তার আগেই ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের এ দলের ম্যাচ রয়েছে। শোনা যাচ্ছে, ভারতীয় এ দলের সাথে ইংল্যান্ডে যেতে চান গম্ভীর। সূত্র বলছে, ভারতীয় ক্রিকেটের কোচিং ইতিহাসে রবি শাস্ত্রী থেকে শুরু করে রাহুল দ্রাবিড় কিংবা অনিল কুম্বলে কেউই এর আগে ভারতের এ দলের সাথে বিদেশ সফর করেননি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

মূলত সিনিয়র দলের দায়িত্বে থাকাকালীন জুনিয়রদের ম্যাচের জন্য বিদেশ সফরে যাওয়ার মতো পদক্ষেপ বা ইচ্ছা প্রকাশ গম্ভীরেরই প্রথম। তাই মনে করা হচ্ছে, প্রধান কোচ যদি ভারতের এ দলের সাথে ইংল্যান্ড সফরে যান সে ক্ষেত্রে দৃষ্টান্ত তৈরির পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন সে দেশে গিয়ে রোহিত শর্মাদের টেস্ট সফরের নীল নকশা তৈরি করবেন তিনি।

অবশ্যই পড়ুন: ফুটবল মাঠ থেকে ফুটপাত! জিলাপি বেচে সংসার চালাচ্ছেন এক সময়ের দাপুটে প্লেয়ার

গম্ভীরের বিরুদ্ধে উঠেছিল পক্ষপাতিত্বের অভিযোগ

চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্ট শুরুর আগে ভারতীয় দলের প্রধান কোচ গম্ভীরের বেশ কিছু সিদ্ধান্তকে কাঠগড়ায় তুলেছিলেন অনেকেই। প্রিয় পাত্র তথা নাইট তারকা হর্ষিত রানাকে দলে অন্তর্ভুক্তি থেকে শুরু করে তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালকে বসিয়ে আরেক নাইট তারকা বরুণ চক্রবর্তীকে দলের টানার সিদ্ধান্ত নিয়ে গম্ভীরকে প্রশ্ন বানেবিদ্য করেছিলেন ক্রিকেটপ্রেমীদের একটা বড় অংশ।

আরও পড়ুনঃ ফুটবল মাঠ থেকে ফুটপাত! জিলাপি বেচে সংসার চালাচ্ছেন এক সময়ের দাপুটে প্লেয়ার

অনেকেই বলেছিলেন, কলকাতার নাইট রাইডার্সের প্রতি গম্ভীরের অতিরিক্ত ঝোঁক রয়েছে, আর সেই কারণেই জাতীয় দলে পক্ষপাতিত্ব করছেন তিনি। এছাড়াও ঋষভ পন্থকে বসিয়ে উইকেটকিপার ব্যাটার কে এল রাহুলকে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলানোর সিদ্ধান্ত ঘিরেও গম্ভীরকে একাধিক সমালোচনার মুখে পড়তে হয়েছিল। তবে মুখ বুঝেই ভারতকে চ্যাম্পিয়নস ট্রফি জিতিয়ে যাবতীয় সমালোচনার মুখে আগুন দিয়েছেন গৌতম। বর্তমানে দলকে নিয়ে তাঁর পরিকল্পনা সুদূরপ্রসারী।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group