কোথাও ১০ তো কোথাও ১৫! ছাত্রাভাবে বন্ধ হচ্ছে বাঁকুড়ার ৭ মাধ্যমিক শিক্ষা কেন্দ্র

Published on:

MSK in Bankura

প্রীতি পোদ্দার, বাঁকুড়া: ক্রমেই নজরে পড়ছে যে দিন যত এগোচ্ছে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে ছাত্র-শিক্ষকের অনুপাত তলানিতে ঠেকেছে। ধীরে ধীরে ছাত্র সংখ্যা কমে আসছে ১৫ তে। কিন্তু শিক্ষাকেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক রয়েছে। হাজার চেষ্টা করেও কিছুতেই এই সমস্যা মেটানো যাচ্ছে না। তাই এই অবস্থায় এবার পাকাপাকিভাবে ঝাঁপ নামতে চলেছে একাধিক মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের বা এমএসকে-র (MSK in Bankura)। বাঁকুড়ার অতিরিক্ত সাধারণ জেলাশাসক নকুলচন্দ্র মাহাত জেলার ব্লক প্রশাসনের কাছে নির্দেশিকা পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কোথায় কোথায় বন্ধ হচ্ছে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান?

বাঁকুড়ার যে সব ব্লকে এই সমস্ত এমএসকে বন্ধ করা হচ্ছে সেগুলি হল- বাঁকুড়া-১, ওন্দা, কোতুলপুর, পাত্রসায়র, ইন্দাস, জয়পুর ও তালডাংরা। জানা গিয়েছে এই কেন্দ্রগুলিতে গড়ে ১৫ থেকে ২০ জন করে ছাত্র রয়েছে। তাই সেক্ষেত্রে এবার জেলা প্রশাসন জানিয়ে দিয়েছে যে, উপরমহল থেকে আগেই নির্দেশ দেওয়া হয়েছিল যে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলিতে যদি ছাত্রের সংখ্যা আরও কমে যায় তাহলে সেগুলি বন্ধ করতে হবে। তাই সেই নির্দেশ মেনেই এগুলি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এই কেন্দ্রগুলিতে যে সমস্ত পড়ুয়ারা রয়েছে তাদের পঠনপাঠন চালিয়ে যেতে যাতে কোনও সমস্যা না হয় বা চালু রাখা যায় সেদিকে নজর রাখা হচ্ছে।

এছাড়াও প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই ৭টি এমএসকের শিক্ষক শিক্ষিকাদের আশেপাশের কেন্দ্রগুলিতে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে জেলা প্রশাসনের পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে, বাঁকুড়ায় বর্তমানে ৩৬৮টি শিশু শিক্ষা কেন্দ্র চালু রয়েছে এবং এমএসকে রয়েছে ৬৭টি। এরমধ্যে শিশু শিক্ষা কেন্দ্রগুলিতে পড়ুয়ার সংখ্যা ৮৩৬৪ জন ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে পরিয়ার সংখ্যা রয়েছে ৪০৭৫ জন। অপরদিকে এসএসকে-তে শিক্ষক-শিক্ষিকা রয়েছেন ৪২৮ জন ও এমএসকে-তে রয়েছেন ১৯৯ জন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কেন এই অবস্থা?

জেলার একের পর এক মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এইভাবে বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন মহলে চিন্তা বাড়ছে। কেনই বা এই হেন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে সরকার তাই নিয়েও উঠেছে প্রশ্ন। এব্যাপারে জেলা শিক্ষা দপ্তরের এক আধিকারিক বলেন, সরকারি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলির হালও খুব একটা ভালো নয়। সেখানেও ছাত্র সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে। আসলে সকল অভিভাবকরা এখন ছাত্রীদের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করানোর দিকে ঝুঁকছে তাই শহরের প্রাথমিক বিদ্যালয়গুলিতেও শোচনীয় অবস্থা দেখা যাচ্ছে।

আরও পড়ুনঃ বেসরকারি স্কুলে কমবে বেতন, বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group