আজকের ১ কোটি টাকা ১০ বছর পর কত হবে? হিসাব দেখলে চমকে উঠবেন

Published on:

Value of 1 crore rupees after 10 years

সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ থেকে ১০ বছর আগে ১০০০ টাকার ক্রয়ক্ষমতা কেমন ছিল, কোনও ধারণা আছে? হয়তো তখন এই টাকায় আপনি বাজার থেকে প্রচুর জিনিস কিনতে পারতেন। কিন্তু এখন ১০০০ টাকা এক নিমিষেই শেষ হয়ে যায়। কখনো কি ভেবে দেখেছেন, এখন যদি ১ কোটি টাকা থাকে তাহলে সেটার দাম ১০ বছর পর কতটা কমে যেতে পারে? প্রশ্নটি ভাবতেই কেমন ভয় লাগছে তাই না? কিন্তু বাস্তব ঠিক এমনই। সময়ের সাথে সাথে মুদ্রাস্ফীতি টাকা-পয়সার মূল্য কমিয়ে দিচ্ছে। চলুন দেখে নেওয়া যাক ১ কোটি টাকার মূল্য ১০ বছর পর কত হতে পারে।

কেন মূল্য হারাচ্ছে টাকা?

আমরা যদি ভারতের মুদ্রাস্ফীতি হারের দিকে একটু তাকাই তাহলে দেখতে পাব, গত কয়েক বছর ধরে এটি গড়ে ৫.৫% হারে বৃদ্ধি পাচ্ছে। যদিও ২০২৪ সালের জানুয়ারি মাসে এই হার ছিল ৪.৩%। তবে ভবিষ্যতে এই হার আরও বাড়তে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা। 

এই হিসাব ধরে বলা যাচ্ছে, আজ ১ কোটি টাকার যা ক্রয়ক্ষমতা রয়েছে, তা ১০ বছর পর পেতে হলে ১ কোটি ৭০ লাখ টাকা দরকার হবে। অর্থাৎ, আপনি যদি আজ ১ কোটি টাকা হাতে পান তাহলে ১০ বছর পর সেই টাকা ৫৮.৮ লক্ষ টাকা হয়ে যাবে। হ্যাঁ একদমই ঠিক শুনেছেন।

একই টাকা, কিন্তু কেন মূল্য কমবে?

টাকার মূল্য কমার পেছনে বিভিন্ন কারণ রয়েছে। তবে সহজ কারণ হল জিনিসপত্রের দাম বৃদ্ধি। উদাহরণস্বরূপ, আজ ১০০০ টাকা দিয়ে একটা মধ্যবিত্ত ঘরে এক সপ্তাহের বাজার করা যায়। কিন্তু সূত্র বলছে, ১০ বছর পর এক সপ্তাহের বাজার করতে গেলে প্রায় ১৭০০ টাকার প্রয়োজন হবে। 

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

একইভাবে যদি আজ ১ লাখ টাকা দিয়ে একটি ভালো বাইক কেনা যায়, ১০ বছর পর সেই বাইক কিনতে গেলে প্রায় ২ লাখ টাকা বা তার বেশিও লাগতে পারে। তাই স্পষ্ট কথা টাকা রেখে দিলে তার মূল্য হারাবে। কিন্তু যদি বিনিয়োগ করেন তাহলে সেই টাকার পরিমান বাড়তে পারে। 

আরও পড়ুনঃ ১ লাখ বিনিয়োগে ৩ কোটি রিটার্ন! ভিখারিকেও রাজা বানিয়েছে এই স্টক

এই পরিস্থিতি থেকে কীভাবে বাঁচবেন?

টাকার মূল্য দিনের পর দিন কমবে, তা স্বাভাবিক। এটা আমি-আপনি কেউ আটকাতে পারব না। তাই টাকা যদি ব্যাংকে ফেলে রাখেন তাহলে সেটির মূল্য হারাবে। তাই আমরা পরামর্শ দেব শেয়ারবাজার, মিউচুয়াল ফান্ড, সোনা বা সম্পত্তিতে বিনিয়োগ করা সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। পাশাপাশি ভবিষ্যতে কেমন খরচ হবে, তা মাথায় রেখে সেভিংস প্ল্যান করুন। জিনিসপত্রের দাম তো বাড়বেই। সেই কথা মাথায় রেখে আজ থেকেই ফাইনান্সিয়াল পরিকল্পনায় সচেতন হন। 

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥