দোলে রেকর্ড গড়ল সোনা, রুপোর দাম! আগামী দিনে আরও বাড়বে? দেখুন আজকের রেট

Published on:

gold and silver price today sm

সৌভিক মুখার্জী, কলকাতাঃ দোলের আগে দেশের বাজারে সোনা এবং রুপোর দামে (Gold and Silver Price) ব্যাপক উত্থান-পতন লক্ষ্য করা গিয়েছে। দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও এই ধারা অব্যাহত রয়েছে। তবে দোলের দিন লাগামছাড়া বেড়েছে সোনা-রুপোর দাম। বেশ কিছু সূত্র বলছে, বিশ্ববাজারে টানাপোড়েন, ডলারের দুর্বলতা এবং বিনিয়োগকারীদের আগ্রহ এই মূল্য বৃদ্ধির মূল কারণ। এই পরিস্থিতিতে এখন বিনিয়োগ করা কতটা লাভজনক? চলুন বিস্তারিত জানি আজকের প্রতিবেদনে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সোনার দরে রেকর্ড

হোলির আগে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (MCX)-এ এপ্রিল মাসের সোনার ফিউচার দাম ৮৭,৮৬৬/- টাকায় পৌঁছে গেছে, যা ইতিহাসের সর্বোচ্চ স্তর। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। গত বছর হোলির সময় সোনার দাম ছিল মাত্র ৬৮,০০০/- টাকা। অর্থাৎ, গত ১ বছরে সোনার দাম প্রায় ২০,০০০/- টাকা বৃদ্ধি পেয়েছে। এই উত্থানের পিছনে মূল কারণ হিসেবে বিশেষজ্ঞরা যে বিষয়গুলিকে চিহ্নিত করছে, তা হল নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বৃদ্ধি, মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতির হ্রাস এবং ফেডারেল রিজার্ভের সুদের হার কমার সম্ভাবনা।

সোনার ভবিষ্যৎ দাম

Kedia Commodity-এর প্রধান অজয় কেডিয়া জানিয়েছেন যে, ৮৫,০০০/- টাকায় দর বিনিয়োগ করলে সোনার মূল্য ৯৫,০০০/- টাকা ছাড়তে পারে, যা ১২% মত রিটার্ন দিতে পারে। তিনি এও বলেছেন যে, ৯০,৭০০/- টাকা পর্যন্ত সোনার বাজার উঠতে পারে, যেখানে স্টপ লস হবে ৮৩,৫০০/- টাকা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ভারতের বাজারে আজ সোনার দাম | Gold Price Today |

আজ কলকাতায় সোনার দাম নিয়ে আলোচনা করলে এখানে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮২,৩০০/- টাকায়, ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮৯,৭৮০/- টাকায় এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৬৭,৩৪০/- টাকায়, যা গতকালের হিসাবে অনেকটাই বেশি।

রুপোর বাজার মূল্য | Silver Price Today |

রুপোর দাম সাধারণ মানুষের পকেটে অতিরিক্ত চাপ ফেলেছে আজ। গতকাল যেখানে রুপোর দাম ছিল প্রতি কেজিতে ১,০০,১০০/- টাকা, আজ সেখানে রুপোর দাম দাঁড়িয়েছে ১,০৩,০০০/- টাকায়। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। দোলের মরসুমে সোনার উপর দাম লাগামছাড়া বৃদ্ধি পেয়েছে।

আন্তর্জাতিক বাজারে সোনা-রুপোর দৌড়

দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সোনা এবং রুপোর দর আকাশছোঁয়া। প্রথমবার সোনার দর ৩০০০ মার্কিন ডলার প্রতি আউন্স ছাড়িয়ে গেছে। সোনার দাম ২০২৫ সালে ইতিমধ্যেই ১৪% বৃদ্ধি পেয়েছে, যেখানে গোটা ২০২৪ সালে বৃদ্ধির হার ছিল ২৭%। রুপোর দামও প্রতি আউন্স ৩৪.৫০ মার্কিন ডলারে পৌঁছেছে। বিশেষজ্ঞরা মনে করছে, ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর সম্ভাবনার ফলে এই বৃদ্ধির হার অব্যাহত থাকবে। 

আরও পড়ুনঃ অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের ষড়যন্ত্র? ক্রিকেটের সবথেকে বড় উৎসব থেকে বাদ টিম ইন্ডিয়া!

বেশ কিছু সূত্র বলছে, সোনা এবং রুপাতে বিনিয়োগের জন্য সেরা সুযোগ এখনই। কারণ সুদের হার কমলে ভবিষ্যতে সোনা ও রুপোর দাম আরো বাড়তে পারে। তবে বিনিয়োগের আগে অবশ্যই সঠিক স্টপ লস এবং বাজার বিশ্লেষণ করে বিনিয়োগ করুন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group