বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের (Bangladesh) বর্তমান অবস্থা এখন সর্বজনবিদিত। ওপার বাংলায় হিন্দু সংখ্যালঘুদের ওপর অত্যাচার থেকে শুরু করে লুটপাট ও মন্দির ভেঙে ফেলার মতো ঘটনা এখন ইউনূসের দেশে নিয়মিত। এমতাবস্থায়, সম্প্রতি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ পদ্মা পাড়ের দেশে হিন্দুদের ওপর নির্মম অত্যাচার ও চরমপন্থীদের মুক্তি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। এবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রকের সেই বিবৃতিকে সম্পূর্ণ অযৌক্তিক ও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের মতো অপরাধ বলে দাগিয়ে দিল ইউনূসের মন্ত্রণালয়।
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে ভারত?
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রকের সাম্প্রতিক এক বিবৃতি নিয়েই তৈরি হয়েছে জল্পনা। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় শুধুমাত্র ওপার বাংলায় হিন্দুদের ওপর হওয়া অকথ্য অত্যাচার ও চরমপন্থীদের মুক্তির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। এবার ভারতের সেই উক্তি নিয়ে ক্ষোভে ফুঁসছে বাংলাদেশ। সম্প্রতি ভারতের এহেন বিবৃতিকে নিশানায় এনে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মহম্মদ রফিকুল আলম বলেন, বাংলাদেশের নির্বাচন, আইনশৃঙ্খলা, হিন্দুদের নিরাপত্তা ও আসামিদের মুক্তি নিতান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।
ভারত বারংবার এ বিষয়ে নিষেধাজ্ঞা সত্ত্বেও নাক গলাচ্ছে। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আলম জানান, ভারতের প্রতিটি দাবি ও যুক্তি ভুল। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রক যে বিবৃতি দিয়েছে তা সম্পূর্ণ অযৌক্তিক ও আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। নয় দিল্লির মন্তব্যের সাথে বাস্তবের কোনও মিল নেই।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রকের বিবৃতিতে ঠিক কী বলা হয়েছিল?
সম্প্রতি এক বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, ভারত এতদিন একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশকে সমর্থন করত। আজও ভারত গণতান্ত্রিক, অভ্যন্তরীণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সমস্যা সমাধানকারী বাংলাদেশকেই সমর্থন করে।
তবে বর্তমানে বাংলাদেশে যে হারে হিন্দু অত্যাচার বেড়েছে, সেই সাথে দোষী সাব্যস্ত চরমপন্থীদের যেভাবে বেকসুর খালাস করে জামিন দেওয়া হয়েছে তা নিয়ে ভারত সরকার যথেষ্ট উদ্বিগ্ন। ভারতের এমন বিবৃতির পরই কার্যত ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে কাঠগড়ায় তুলেছে ইউনূসের দেশ।
অবশ্যই পড়ুন: এবার মাঝ টুর্নামেন্টে নেওয়া যাবে প্লেয়ার! IPL-এ নয়া নিয়ম লাগু করল BCCI
বাংলাদেশি সংখ্যালঘুদের দায়িত্ব নিচ্ছে না ইউনূসের সরকার?
ওপার বাংলায় প্রতিদিন যেভাবে সংখ্যালঘু হিন্দুরা অত্যাচারিত হচ্ছেন তাতে বারংবার ভারতের পররাষ্ট্র মন্ত্রক উদ্বেগ প্রকাশ করেছে। দিল্লির তরফে বারংবার জানানো হয়েছে, ইউনূসের সরকার যেন তাদের যথাযথ নিরাপত্তা সুনিশ্চিত করে।
যদিও ইউনূসের তরফেও বেশ কয়েকবার বাংলাদেশি সংখ্যালুদের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি মিলেছিল, তবে বাংলাদেশের বাস্তবিক অবস্থার সাথে সেই প্রতিশ্রুতির কোনও মিল নেই। কাজেই বলা যায়, বাংলাদেশের পরিস্থিতি কিছুটা বদলে গেলেও সে দেশে হিন্দুদের ওপর অত্যাচার, সংখ্যালঘুদের সম্পত্তি বেদখল ও হিন্দু মন্দির ভেঙে ফেলার ঘটনা এখন প্রকার নিয়মিত।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |