দীর্ঘদিনের দাবি হল পূরণ, বন্দে ভারতে এবার থেকে নয়া সুবিধা দেওয়ার সিদ্ধান্ত রেলের

Published on:

vande bharat express

শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই হু হু করে বেড়েই চলেছে বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেস ট্রেনের জনপ্রিয়তা। বর্তমান সময়ে এমন কোনও রাজ্য নেই যার ওপর দিয়ে এই ট্রেন ছুটছে না। যারা ট্রেনে ভ্রমন করতে পছন্দ করেন তাদের মধ্যে এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মাহাত্ম্য আলাদা। আপনিও কি ভারতের এই প্রিমিয়াম ট্রেনে উঠতে পছন্দ করেন? তাহলে এবার আপনার জন্য রইল আরো দারুন সুখবর। বিশেষ করে যদি আপনিও খাদ্যরসিক হয়ে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। এবার থেকে এই ট্রেনে মিলবে আরও খাবার।

বন্দে ভারত ট্রেনে মিলবে আরও বিশেষ সুবিধা

ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার ছাড়াও মিলবে আরো টুকিটাকি খাবার যা আপনার সফরকে আরো আকর্ষণীয় করে তুলবে বৈকি। হ্যাঁ ঠিকই শুনেছেন। প্যাকেটজাত জিনিসপত্রও ট্রেনে রাখা হয়েছে। যদি আপনি বাইরের মশলাদার খাবার খেতে পছন্দ করেন, তাহলে বন্দে ভারত এক্সপ্রেস আপনার এই সমস্যার সমাধান করেছে। যাত্রীদের সুবিধার্থে আইআরসিটিসি অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন এই সুবিধাটি শুরু করেছে।

আপনাকে জানিয়ে রাখি যে আগে থেকে বুক করা খাবারের পাশাপাশি, এই অতিরিক্ত সুবিধাটি বিক্রেতা ট্রলির মাধ্যমেও পাওয়া যাবে। অর্থাৎ বন্দে ভারতে চিপস, কোল্ড ড্রিঙ্কস, বিস্কুটের মতো প্যাকেটজাত খাবারও পাওয়া যাবে আগামী দিনে।

আরও পড়ুনঃ রাতারাতি উধাও ৯,৬৫,০০,০০,০০০! IndusInd-র ধাক্কায় বেসামাল LIC-ও, কী হবে গ্রাহকদের?

দীর্ঘদিনের দাবি ছিল

ট্রেনের মধ্যে যাতে মুখ চালানোর মতো টুকিটাকি খাবারও দেওয়া হয়, সেই দাবি ছিল দীর্ঘদিনের। তবে অবশেষে রেল যাত্রীদের সেই দাবি পূরণ করতে চলেছে রেল বলে খবর। নিশ্চয়ই ভাবছেন যে কোন রুটে এই পরিষেবা মিলবে? রেল সূত্রে খবর, এই সুবিধাটি প্রথমে গোরক্ষপুর রুটে শুরু করা হয়েছে, তবে শীঘ্রই এটি মধ্যপ্রদেশের চারটি রুটে শুরু হবে। এটি ভোপাল থেকে দিল্লি বন্দে ভারত, ইন্দোর নাগপুর বন্দে ভারত এক্সপ্রেস, ভোপাল রেওয়া বন্দে ভারত এক্সপ্রেস, খাজুরাহো নতুন দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসের জন্য শুরু হবে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥