৮ বছর পর খুলল কপাল, এই কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

Updated on:

mamata nabanna government of west bengal

শ্বেতা মিত্র, কলকাতা: দোল আসতেই বিরাট সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। অতি সম্প্রতি বাংলার লক্ষ লক্ষ সরকারি কর্মীর ৪% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল সরকার। এপ্রিল মাস থেকে সকলে ১৪ শতাংশের বদলে ১৮% ডিএ পাবেন। যদিও সরকারি কর্মীদের মধ্যে ক্ষোভে সৃষ্টি হয়ে রয়েছে। যাইহোক, এসবের মাঝেই রাজ্যে কর্মরত বহু কর্মীর বেতন বৃদ্ধি (Salary Hike) করল সরকার। আগে যেখানে ১৩ হাজার টাকা বেতন দেওয়া হত, এখন সেখানে ১৬,০০০ টাকা করে বেতন পাবেন সকলে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বেতন বৃদ্ধি করল সরকার

এখন নিশ্চয়ই ভাবছেন যে কাদের বেতন বৃদ্ধি হয়েছে? তাহলে জানিয়ে রাখি, রাজ্যের বাস চালক থেকে শুরু করে কনডাক্টরদের বেতন বৃদ্ধি করা হয়েছে। মূলত রাজ্য সরকারের নিযুক্ত চুক্তিভিত্তিক বাসচালকদের বেতন বাড়ানো হয়েছে। এর ফলে বেজায় খুশি সকলে। অনেকেই বলছেন এটি দোলের মেগা উপহার।

নির্দেশিকা জারি

সরকারের তরফে এই বিষয়ে ইতিমধ্যেই একটি নির্দেশিকা জারি করা হয়েছে। গত ১৩ মার্চ জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩ হাজার টাকা করে অতিরিক্ত টাকা দেওয়া হবে। উল্লেখ্য, এর আগে চুক্তিভিত্তিক ভাবে সরকারি বাসের চালক হিসেবে নিযুক্ত হলে শুরুতে বেতন হত মাসিক ১৩ হাজার টাকা। সেই বেতন এবার তিন হাজার টাকা বাড়ানো হয়েছে। অর্থাৎ, এবার থেকে চুক্তিভিত্তিক সরকারি বাসচালকরা প্রথম থেকে ১৬,০০০ টাকা করে পবেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ রাফালের গতি ও R-37M এর আক্রমণ, ভারতে ঘাতক অস্ত্র তৈরির প্রস্তাব দিল বন্ধু রাশিয়া

যে সব চুক্তিভিত্তিক সরকারি বাসচালকরা পাঁচ বছর কাজ করে ফেলেছেন, তাঁদের বেতন বাড়িয়ে ২০ হাজার টাকা করা হবে। এদিকে চুক্তিভিত্তিক ভাবে কোনও বাসচালকের ১০ বছর চাকরি সম্পন্ন হলে তাঁর বেতন বেড়ে ২৫ হাজার টাকা করা হবে বলে ঘোষণা করা হয়েছে সরকারের তরফ থেকে। আর চাকরির মেয়াদ ১৫ বছর হলে বেতন হবে ৩১ হাজার এবং ২০ বছর হলে ৩৮ হাজার টাকা। বলে দিই, এর আগে ২০১৭ সালে শেষবার চুক্তিভিত্তিক বাস চালকদের বেতন বৃদ্ধি করা হয়েছিল। আর ৮ বছর পর ফের বেতন বৃদ্ধি হল।

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group