পুরুলিয়ায় গিয়ে সাদা পলাশ দেখতে চান? জেনে নিন ঠিকানা

Published on:

sada palash

শ্বেতা মিত্র, কলকাতা: আপনিও কি পুরুলিয়া (Purulia) ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? বিশেষ করে পলাশ ফুল দেখবেন বলে উত্তেজিত? তাহলে আপনার জন্য রইল আজকের এই প্রতিবেদনটি। এমনিতে এখন বসন্তকাল চলছে। আর এই সময়ে দিকে দিকে পলাশ ফুলের দেখা মেলে। পলাশ ফুলের রং টকটকে লাল ছাড়াও হলুদ ও লালচে কমলা রঙের পলাশ ফুলও দেখা যায়। কিন্তু আপনি কি কখনো সাদা পলাশ দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে আজকের এই লেখাটি রইল আপনার জন্য। আজকের এই আর্টিকেলে আপনাদের এমন একটি জায়গার সন্ধান দেওয়া হবে যেখানে গেলে আপনি সাদা পলাশ ফুল দেখতে পাবেন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সাদা পলাশ ফুল

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে সাদা পলাশ ফুল দেখতে হলে কোথায় যেতে হবে? তাহলে উত্তর হল পুরুলিয়া। হোলির সঙ্গে পলাশ ফুলের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। অতএব, পলাশ ফুল হোলি উৎসবের আগমনের বার্তাও বহন করে। আসলে, পলাশ তিন ধরণের। একটিতে গাঢ় লাল কমলা রঙের ফুল, দ্বিতীয়টিতে হলুদ রঙের ফুল এবং তৃতীয়টিতে সাদা রঙের ফুল। এর মধ্যে সাদা পলাশ এখন খুবই বিরল। কথিত আছে যে সমগ্র রাজ্যে খুব কমই একটি বা দুটি সাদা পলাশ গাছ অবশিষ্ট আছে।

জানলে অবাক হবেন, সাদা পলাশের ঔষধি গুণাবলী এবং এটি সম্পর্কে প্রচলিত তন্ত্র-মন্ত্রের গল্পের কারণে এটি আরও বিশেষ হয়ে ওঠে। এর ফুলকে অলৌকিক বলে মনে করা হয়, বলা হয় যে লক্ষ্মী প্রাপ্তি সহ অন্যান্য তান্ত্রিক কার্যকলাপে সাদা পলাশের বিশেষ গুরুত্ব রয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ টানা ধর্মঘট, মার্চেই পরপর বন্ধ থাকবে ব্যাঙ্ক! কবে থেকে কবে?

সাদা পলাশ মিলবে এখানে

যাইহোক, আপনিও কি পুরুলিয়া গিয়ে বিরল এই সাদা পলাশ দেখতে ইচ্ছুক? তাহলে এর জন্য আপনাকে একটি বিশেষ জায়গায় যেতে হবে। এই সাদা পলাশ ফুলের গাছ টি পুরুলিয়া মানবাজার রোডের( কেন্দা জামতল মোড়) থেকে এক কিলোমিটার ভিতরে রয়েছে বলে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, এই এই ফুল নাকি আর ১০ দিন মতো থাকতে পারে ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group