পর্যটকদের জন্য দুঃসংবাদ! এবার সিকিম ঢুকতে গুনতে হবে অতিরিক্ত টাকা

Published on:

Sikkim Entry fee

শ্বেতা মিত্র, কলকাতা: মার্চ মাসেই কার্যত কাঠফাটা গরম পড়তে শুরু করেছে। সামনে আবার এপ্রিল, মে মাস তো বাকি রয়েইছেই। এহেন অবস্থায় আপনিও কি কোনো ঠান্ডার জায়গায় যাওয়ার প্ল্যান করছেন? বিশেষ করে সিকিম যাবেন বলে ভাবছেন? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। এবার সিকিমে যাওয়ার বেশ খানিকটা মহার্ঘ হতে চলেছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। ফলে ট্রেনের বা বাসের টিকিট কাটার আগে ঝটপট পড়ে ফেলুন আজকের এই আর্টিকেলটি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সিকিম যাওয়া আরও মহার্ঘ

আসলে সিকিম সরকার রাজ্যে আগত পর্যটকদের কাছ থেকে প্রবেশ ফি হিসেবে ৫০ টাকা নেওয়া শুরু করেছে। শুক্রবার রাজ্য সরকারি কর্মীরা এই তথ্য দিয়েছেন কর্মকর্তারা জানিয়েছেন যে সিকিম পর্যটন বাণিজ্য নিবন্ধন বিধি ২০২৫ এর অধীনে প্রবেশ ফি নেওয়া এই মাস থেকে কার্যকর হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, হোটেলগুলিতে চেক-ইন করার সময় এই ফি সংগ্রহ করা হচ্ছে এবং রাজ্য জুড়ে পর্যটন পরিকাঠামো এবং পরিষেবা উন্নত করার জন্য পর্যটন স্থায়িত্ব উন্নয়ন (টিএসডি) তহবিলে জমা করা হচ্ছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বড় সিদ্ধান্ত সরকারের

এক সরকারি আধিকারিক বলেন, ৩০ দিনের থাকার জন্য পাঁচ বছরের কম বয়সী শিশু ছাড়া সকল পর্যটকের কাছ থেকে এই ফি নেওয়া হচ্ছে। যদি কোনও পর্যটক এক মাস পরে আবার আসেন, তাহলে তার কাছ থেকেও এই ফি নেওয়া হবে। সূত্রের খবর, একবার একজন পর্যটক ফি পরিশোধ করলে, তাকে এক মাসের জন্য সিকিম ঘুরে দেখার অনুমতি দেওয়া হবে। তবে, যদি এই সময়ের মধ্যে পর্যটক একদিনের জন্যও রাজ্য ত্যাগ করে পুনরায় সিকিমে প্রবেশ করেন, তাহলে একই পর্যটককে আবার প্রবেশ ফি দিতে হবে।

আরও পড়ুনঃ পুরুলিয়ায় গিয়ে সাদা পলাশ দেখতে চান? জেনে নিন ঠিকানা

যদি পর্যটক এক মাস রাজ্যে থাকেন, তাহলে সিকিমের একই বা ভিন্ন স্থানে অন্য কোনও আবাসনে চেক ইন করলে তাকে আর ফি দিতে হবে না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group