রোহিতের পর কে হবেন টিম ইন্ডিয়ার অধিনায়ক? দৌড়ে সবথেকে এগিয়ে ৩ নাম

Published:

After Rohit Sharma, any of these 3 people can become the captain of the Indian ODI team
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টেস্ট ক্রিকেটের ব্যর্থতা ঢেকে দিয়েছে ওয়ানডে ফরম্যাট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে চুনকাম হওয়ার পর অজিভূমিতে গত বর্ডার গাভাস্কার সিরিজে দুরমুশ হয় রোহিত শর্মার টিম ইন্ডিয়া। তবে সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ ও বহু প্রতীক্ষিত চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে অপ্রতিরোধ্য থেকে জয় তুলেছে মেন ইন ব্লু।

আর এই সাফল্যের পরই মহেন্দ্র সিং ধোনির পর ভারতের দ্বিতীয় সফল অধিনায়ক হয়ে উঠেছেন রোহিত শর্মা। এমতবস্থায়, খেলোয়াড়ের অবসর জল্পনা উবে গেলেও রোহিত নেতৃত্ব ছাড়লে ভারতের পরবর্তী ওয়ানডে অধিনায়ক কে হবেন তা কার্যত নিশ্চিত করে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড! তবে বিকল্প হিসেবে নাম এসেছে আরও বেশ কয়েকজন ভারতীয় খেলোয়াড়ের।

রোহিতের পর ভারতের অধিনায়ক কে হবেন?

সম্প্রতি চ্যাম্পিয়নস ট্রফি কাঁধে তোলার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন, তিনি অবসর নিচ্ছেন না। খেলোয়াড়ের বক্তব্যে একথা বোঝা গিয়েছিল যে অন্তত 2027 বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলে থাকবেন তিনি। তবে প্রশ্ন উঠছে, রোহিতের অবসরের পর ভারতের অধিনায়ক কে হবেন? বেশ কয়েকটি সূত্র বলছে, মূলত জাতীয় দলের ওয়ানডে ফরম্যাটে অনবদ্য পারফর্ম করছেন তরুণ ক্রিকেটার শুভমন গিল।

22 গজের রোহিত সতীর্থ সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টেও নিজের জাত চিনিয়েছেন। সূত্র বলছে, খেলোয়াড়ের অনবদ্য পারফরমেন্স ও গোছানো ক্রিকেটকে সামনে রেখে রোহিতের পর তাঁকেই জাতীয় দলের অধিনায়ক হিসেবে বিবেচনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যদিও বোর্ডের তরফে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও বিবৃতি আসেনি।

আরও পড়ুন: মোহনবাগানে খুশির হাওয়া! প্লে অফের আগেই সুখবর, ফিরছেন সাহাল?

বিকল্প হিসেবে তালিকায় রয়েছে আরও দুজন..

রোহিতের বিকল্প হিসেবে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে শুভমন গিলকেই প্রথম পছন্দ হিসেবে বিবেচনা করছেন অনেকে। তবে গিল ছাড়াও ভারতের তারকা অলরাউন্ডার তথা অনবদ্য ফিনিশার হার্দিক পান্ডিয়াকে রোহিতের বিকল্প হিসেবে ভাবছে ওয়াকিবহাল মহল। বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করছেন, পান্ডিয়ার যেহেতু অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে সে ক্ষেত্রে আগামী দিনে রোহিতের অনুপস্থিতিতে তাঁকেই জাতীয় দলের দায়িত্ব দেওয়া হোক।

বলে রাখি, গত বছর আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টিতে ভারতের অধিনায়কত্ব করেছিলেন পান্ডিয়া। সূত্র বলছে, পান্ডিয়া ছাড়াও রোহিতের পর জাতীয় দলের সেনাপতি পদের জন্য পছন্দের তালিকায় নাম রয়েছে ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান কেএল রাহুলেরও।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join