সৌভিক মুখার্জী, কলকাতাঃ বর্তমান সময়ে বিনিয়োগের বাজারে অনেক বিকল্প রাস্তা থাকলেও সাধারণ মানুষ এখনো ফিক্সড ডিপোজিট (Fixed Deposit)-কেই সব থেকে নিরাপদ বিকল্প হিসেবে মনে করেন। শেয়ারবাজার বলুন বা মিউচুয়াল ফান্ড, সব কিছুর তুলনায় ফিক্সড ডিপোজিটে ঝুঁকি অনেকটাই কম এবং রিটার্ন নিশ্চিত।
বর্তমান সময়ে বেশিরভাগ ব্যাংক ৫% থেকে ৭.৫০% মতো ফিক্সড ডিপোজিটে সুদ দেয়। কিন্তু এমন কিছু স্মল ফাইন্যান্স ব্যাংক রয়েছে, যেগুলি ৯.৫০% পর্যন্ত সুদ অফার করছে। অর্থাৎ, এই সমস্ত ব্যাংকগুলিতে FD করলে আপনি রাতারাতি কোটিপতি হতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক, কোন কোন ব্যাংকে টাকা রাখলে আপনি ৯.৫০% পর্যন্ত সুদ পেতে পারেন।
ইউনিটি স্মল ফিনান্স ব্যাংক
এই ব্যাংকে যদি আপনি ফিক্সড ডিপোজিট করেন তাহলে রাতারাতি বড়লোক হতে পারবেন। কারণ এখানে সাধারণ গ্রাহকদের জন্য সুদ দেওয়া ৪.৫০% থেকে ৯% পর্যন্ত। শুধু তাই নয়, প্রবীণ নাগরিকরা সুদ পেতে পারেন ৪.৫০% থেকে ৯.৫০% পর্যন্ত। সব থেকে বড় ব্যাপার হল, এখানে মাত্র ১০০১ দিনের FD-তে সর্বোচ্চ সুদের হার পাওয়া যায়।
উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাংক
এই ব্যাংকটিতে বিভিন্ন রকম সুদের হার অফার করা হয়। যেমন সাধারণ গ্রাহকদের জন্য এখানে ৪% থেকে ৮.৫০% পর্যন্ত সুদ দেওয়া হয়। কিন্তু প্রবীণ নাগরিকরা যদি ফিক্সড ডিপোজিট করে, তাহলে তাদেরকে ৪.৬% থেকে ৯.১০% পর্যন্ত সুদ দেওয়া হয়। এক্ষেত্রে বলে রাখি, এই ব্যাংকে ২ থেকে ৩ বছরের FD-তে ৯.১০% সুদ পাওয়া যায়।
নর্থ ইস্ট স্মল ফিনান্স ব্যাংক
এই ব্যাংকটিতে সাধারণ গ্রাহকরা ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে ৩.৫০% থেকে ৯% পর্যন্ত সুদ পেয়ে থাকেন। প্রবীণ নাগরিকদের জন্য এই সুদের হার আরো বেশি। তাদের ক্ষেত্রে ৪% থেকে ৯% পর্যন্ত সুদ দেওয়া হয়। সবথেকে বড় সুবিধা, এখানে ১৮ মাস ১ দিন থেকে ৩৬ মাস মেয়াদের FD-তে সর্বচ্চ সুদ পাওয়া যায়।
ইকুইটাস স্মল ফিনান্স ব্যাংক
এই ব্যাংকটিও বিভিন্ন রকম ফিক্সড ডিপোজিটে সুদের হার অফার করে। যেমন সাধারণ গ্রাহকদের জন্য এই ব্যাংকটি ৩.৫০% থেকে ৮.২৫% সুদ দেয় এবং প্রবীণ নাগরিকদের জন্য ৪% থেকে ৯% সুদ অফার করে। তবে এক্ষেত্রে বলে রাখি, ৮৮৮ দিনের FD-তে এই ব্যাংকে সবথেকে বেশি সুদ পাওয়া যায়।
আরও পড়ুনঃ মাত্র ২০ টাকায় কলকাতায় থাকার ব্যবস্থা! রোগীদের জন্য দারুণ সুখবর, জেনে নিন ঠিকানা
তাই আপনি যদি ঝুঁকিহীন বিনিয়োগে ভালো পরিমাণে রিটার্ন পেতে চান, তাহলে এই স্মল ফাইন্যান্স ব্যাংকগুলোতে ফিক্সড ডিপোজিট করা আপনার জন্য সবথেকে ভালো সিদ্ধান্ত হতে পারে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য এখানে ৯.৫০% পর্যন্ত সুযোগ থাকায় এগুলি সেরা বিকল্প।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |