শ্বেতা মিত্র, কলকাতা : আচমকা বদলে গেল রবিবাসরীয় বিকেলের আবহাওয়া (South Bengal Weather)। ভ্যাপসা গরম সরিয়ে আচমকাই বজ্রবিদ্যুৎ সোজা বৃষ্টি নামলো বেশ কিছু জেলায়। যে কারণে কিছুটা হলেও সাময়িক স্বস্তি পেলেন বাংলার মানুষ। কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ। বইছে হাওয়াও । হাওয়া অফিসের মতে, এই বৃষ্টি আপাতত খানিকটা স্থায়ী হবে।
ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার আভাস রয়েছে হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া ও পার্শ্ববর্তী অঞ্চলে। এছাড়াও পরবর্তী ঘণ্টার মধ্যে পশ্চিম মেদিনীপুর, বর্ধমান ঝড়বৃষ্টির মাঝারি সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতার আকাশও কালো মেঘে ছেয়ে রয়েছে। যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে বলে মনে করা হচ্ছে।
এমনিতে ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। উত্তরবঙ্গের জেলাগুলিতে মনোরম আবহাওয়া বিরাজ করলেও চাঁদিফাটা গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ। যাইহোক, এরই মাঝে কিছু জেলায় আজ আচমকা বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া। বৃষ্টি হলে কিছুটা হলেও স্বস্তি পাবেন বাংলার মানুষ।
তাপপ্রবাহ চলবে
এদিকে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে ১৮ মার্চ পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে এবং দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বেড়ে যাবে।
তবে ২০ মার্চ থেকে তাপমাত্রা কিছুটা কমার আশার আলো দেখাচ্ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৮ মার্চ পর্যন্ত পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।
আগামী পাঁচ দিন রাজ্যের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দিয়ে আইএমডি জানিয়েছে যে বেশিরভাগ জায়গায় গরম দিনের পরিস্থিতি বিরাজ করার সম্ভাবনা রয়েছে।