প্রীতি পোদ্দার, কলকাতা: আগামী ২১ মার্চ লন্ডনে পাড়ি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার কথা। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী নিজের জীবন সংগ্রাম থেকে রাজনীতিতে উত্থান, বাংলার নানা সামাজিক প্রকল্প, সংস্কৃতির কথা তুলে ধরবেন এই অনুষ্ঠানে। আর সেখানে দর্শকাসনে থাকবেন এই শিক্ষা প্রতিষ্ঠানের গবেষক ও পড়ুয়ারা। পাশাপাশি, লন্ডনে আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে তাঁর। যার মধ্যে অন্যতম হল বাণিজ্য বৈঠক। কিন্তু এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) ভাষণ দেবেন বলে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেস যে প্রচার চালাচ্ছে তা ভুয়ো বলে দাবি করল সিপিআইএমের মুখপত্র গণশক্তি।
গণশক্তি র প্রতিবেদনে লুকিয়ে আছে মহা সত্য!
আজ অর্থাৎ সোমবার, সকালে সিপিএমের মুখপত্রের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, মুখ্যমন্ত্রী যে আগামী ২১ মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন তার কোনও তথ্যই নেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এলিজাবেথ ব্রটরাইটের কাছে। বরং কেলগ কলেজ কর্তৃপক্ষ এবং কোবরা বিয়ার কোম্পানির মালিক গুজরাটি বংশোদ্ভূত ব্রিটিশ শিল্পপতি করণ বিলিমোরিয়ার আমন্ত্রণে আমন্ত্রণে লন্ডনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে সেই ই-মেইল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ‘গণশক্তি’-র প্রতিবেদনে জানানো হয়েছে, বিষয়টিতে সন্দেহ হওয়ায় কলকাতার সমাজ ও আইন গবেষক এবং তথ্যের অধিকার (আরটিআই) বিশ্বনাথ গোস্বামী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ই-মেইল করে জানতে চেয়েছিলেন গোটা বিষয়টি।
ইমেলের জবাবে উঠে এল বিস্ফোরক তথ্য!
যেহেতু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সমস্ত অনুষ্ঠানের সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আগাম পাওয়া যায়। সেখানে কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানের কথা উল্লেখ করা নেই? তা নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্রশ্ন করে বিশ্বনাথ গোস্বামী। জবাবে সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এলিজাবেথ ব্রটরাইট জানান যে এরকম কোনও অনুষ্ঠানের কথা তাঁর জানা নেই। অথচ মুখ্যমন্ত্রী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘সমাজ উন্নয়ন: নারী ও শিশুর ক্ষমতায়ন’ নিয়ে বক্তব্য রাখবেন বলে প্রচার করছে তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকার। এদিকে এখনও পর্যন্ত যে সূচি দেওয়া হয়েছে তাতে এখনও স্পষ্ট লেখা রয়েছে যে আগামী ২১ মার্চ কলকাতা থেকে দুবাই হয়ে লন্ডন যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং কলকাতায় ফিরবেন ২৯ মার্চ। তবে দুবাইয়ে তাঁর কী কর্মসূচি রয়েছে তা এখনও জানা যায়নি।
আরও পড়ুনঃ মহিলার যৌনাঙ্গে স্টোনচিপ, বালি ঢুকিয়ে অত্যাচার TMC নেতার! নির্যাতিতার বয়ান নিল NCW
এর আগে ২০২০ সালে অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে তাঁর ভাষণ দেওয়ার কথা ছিল ৷ কিন্তু, শেষ মুহূর্তে অক্সফোর্ড কর্তৃপক্ষের পক্ষ থেকে ইমেল করে অনুষ্ঠানটি বাতিলের কথা জানিয়ে দেওয়া হয়েছিল৷ এই ঘটনায় সে বার ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ফের তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে৷ সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন মমতা৷ তবে এবার শুধু বাংলার মুখ্যমন্ত্রী বা রাজনীতিবিদ হিসাবে নয়, তিনি যাচ্ছেন লেখিকা পরিচয়েও। কিন্তু আসল সত্যি কি তা নিয়ে চলছে মহা বিতর্ক।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |