শুভেন্দু না মমতা, বাংলার আগামী মুখ্যমন্ত্রী কে? India Hood Mega Poll-এ চাঞ্চল্যকর তথ্য

Updated on:

india hood mega poll

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সব ঠিক থাকলে 2026 সালের মার্চ থেকে মে মাসের মধ্যে অনুষ্ঠিত হতে পারে রাজ্যের বিধানসভা নির্বাচন। আর সেই ভোটযুদ্ধের কথা মাথায় রেখেই গত ফেব্রুয়ারি থেকে অনলাইন পোলিং শুরু করেছে India Hood। শাসক দল বনাম বিরোধীদের পারস্পরিক বাক্য চালাচালির মাঝে রাজ্যবাসী 2026 নির্বাচনে ঠিক কাকে মুখ্যমন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গের সিংহাসনে বসাতে চান, সেই সম্পর্কিত বেশ কয়েকটি প্রশ্ন নিয়েই একটি পোলিং সেকশন রাখা হয়েছিল India Hood-এর সাইটে। মাস ঘুরতেই হাতে এল চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেল India Hood Mega Poll এ । ফেব্রুয়ারি থেকে মার্চের মাঝামাঝি সময়ে করা হয়েছিল এই Opinion Poll, এই সময়ের মধ্যে প্রায় সাড়ে 7 হাজার মানুষ সাইটে নিজেদের মতামত জানিয়েছেন। যা দেখলে ঘুম উড়বে আপনারও!

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

2026 নির্বাচনে কোন বিষয়টি সর্বাধিক গুরুত্ব পাবে?

ফেব্রুয়ারির অনলাইন সমীক্ষায় প্রথমেই যে প্রশ্নটি রাখা হয়েছিল তা হলো, 2026-এর ভোটে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় কী হতে চলেছে? প্রশ্নের পাশাপাশি বিকল্প হিসেবে রাখা হয়েছিল, চাকরি, দুর্নীতি, শিক্ষা, সুরক্ষা ও স্বাস্থ্য বিষয়গুলিকে। রিপোর্ট অনুযায়ী, রাজ্যের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ বলছেন দুর্নীতি।

হাতে আসা রিপোর্ট বলছে, 29.34 শতাংশ মানুষ বলছেন 2026 বিধানসভা নির্বাচনে বিগত 5 বছরের দুর্নীতির কথা মাথায় রেখেই ভোট দেবেন। খোলসা করে বলতে গেলে, দুর্নীতির বিরোধিতা করছেন 3378 জন। অন্যদিকে, 25.49 শতাংশ মানুষ বলছেন 2026-এর ভোটে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে চাকরি। একই সাথে 17.43 শতাংশ মানুষ সুরক্ষা, 14.59 শতাংশ মানুষ শিক্ষা ও 13.14 শতাংশ মানুষ বিকল্প হিসেবে স্বাস্থ্যকে বেছে নিয়েছেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

india hood mega poll 1

2026-এ কাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান সাধারণ জনগণ? প্রকাশ্য চাঞ্চল্যকর রিপোর্ট!

India Hood-এর সমীক্ষায় উঠে এসেছে বিরাট তথ্য। ফেব্রুয়ারির অনলাইন পোলিং রিপোর্ট বলছে, অনলাইন ভোটারদের মধ্যে একটা বড় অংশ বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন! রিপোর্ট অনুযায়ী, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের মুখ্যমন্ত্রীর আসনে দেখতে চাইছেন 30.89 শতাংশ মানুষ।(যা সর্বাধিক)…

অন্যদিকে অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন মাত্র 6.26 শতাংশ মানুষ। রিপোর্ট বলছে, অনলাইন ভোটারদের বিচারে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌঁড়ে অভিষেকের থেকেও এগিয়ে রয়েছেন দিলীপ ঘোষ। রিপোর্ট অনুযায়ী, বিজেপি নেতা দিলীপ ঘোষকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন 9.92 শতাংশ মানুষ।

অন্যদিকে 23.79 শতাংশ অর্থাৎ একটা বড় অংশের মানুষ রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বিকল্প কোনও নতুন মুখকে দেখতে চাইছেন। তবে রিপোর্টে যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, তা ঘুম উড়িয়ে দেবে অনেকেরই। ফেব্রুয়ারি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত অনলাইন ভোটারদের মতামত পাওয়ার পর রিপোর্ট যা দেখাচ্ছে, তাতে বদলে যেতে পারে সমস্ত অঙ্ক।

রিপোর্ট বলছে, অনলাইন ভোটারদের মধ্যে 29.12 শতাংশ মানুষ শুভেন্দু অধিকারীকে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে যোগ্য মনে করছেন। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন 30.89 শতাংশ। এতো গেল শতাংশের বিচারে, হিসেবটা যদি সংখ্যার বিচারে করা হয় সে ক্ষেত্রে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন 2373 জন মানুষ।

india hood mega poll 2

অন্যদিকে শুভেন্দু অধিকারীকে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ভাবছেন 2331 জন। কাজেই অনলাইন পোলিংয়ের ওপর ভিত্তি করে বলা যেতে পারে, আসন্ন বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী পদের জন্য হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।

অবশ্যই পড়ুন: এক বছরে হুগলি থেকে নিখোঁজ ৮০০ মেয়ে! তথ্য আসতেই বড় সিদ্ধান্ত জাতীয় মহিলা কমিশনের

(প্রতিবেদনটি শুধুমাত্র India Hood সাইটে হওয়া অনলাইন পোলিং ফলাফলের ওপর ভিত্তি করে তৈরি। এখানে প্রতিটি মতামতই অনলাইন ভোটারদের একান্তই ব্যক্তিগত। India Hood কোনও রাজনৈতিক রঙ প্রচার করে না।)
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group