লড়াইয়ের কাহিনী শুনবে লন্ডন, অক্সফোর্ড ছাড়াও মমতাকে আরও দুই বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ

Published on:

Mamata Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: এই মুহুর্তে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আমন্ত্রণ পত্র নিয়ে বিস্তর জলঘোলা চলছে। গণশক্তির প্রতিবেদনে সিপিআইএম দাবি করেছে মুখ্যমন্ত্রী যে আগামী ২৭ মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন তার কোনও তথ্যই নেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এলিজাবেথ ব্রটরাইটের কাছে। রীতিমত কাদা ছোঁড়াছুঁড়ি চলেছে। এই দাবির পরিপ্রেক্ষিতে এবার পালটা মুখ খুলল তৃণমূল কংগ্রেস। আর এই আবহে অক্সফোর্ডের পর কুইন মেরি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকেও এল আমন্ত্রণপত্র। এছাড়াও লন্ডন স্কুল অফ ইকনমিক্সের প্রাক্তন পড়ুয়াদের তরফেও আলোচনা সভায় বক্তৃতার জন্য নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার আমন্ত্রণ এসেছে বলে সোমবার রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বিজ্ঞপ্তিতে কী জানানো হয়েছে?

রাজ্য সরকারের বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে আগামী ২৭ মার্চ বক্তৃতা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি শুধু মুখ্যমন্ত্রী বা রাজনীতিবিদ হিসাবে আমন্ত্রিত নন, বিশ্বের অন্যতম সেরা লেখিকা পরিচয়েও ‘সামাজিক উন্নয়ন শিশু ও নারী ক্ষমতায়ণ’ এর উপর তিনি বক্তৃতা দেবেন। আসলে এই বিশ্ববিদ্যালয়ে বহু পিছিয়ে পড়া পরিবারের সন্তানরা এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। আর সেই সকল পড়ুয়াদের মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন সংঘর্ষের গল্প তাঁদের অনুপ্রেরণা জোগাবে বলেই মনে করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাজ্য সরকার দাবি করছে গত ফেব্রুয়ারিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলরও (সহ-উপাচার্য) বাংলার উন্নয়ন এবং অগ্রগতির নতুন মডেলের জন্য মুখ্যমন্ত্রীর প্রশংসা করে তাঁর অভিজ্ঞতার কথা কেলগ কলেজের আলোচনায় বলার জন্য আমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন।

আমন্ত্রণপত্রে কী লেখা রয়েছে?

সেই আমন্ত্রণপত্রে রাষ্ট্রসংঘে কন্যাশ্রী প্রকল্পের সম্মান প্রাপ্তির কথা উল্লেখ করে লেখা হয়েছিল যে, “ মহিলা কেন্দ্রিক প্রকল্প ও উদ্যোগের জন্য বাংলা আজ গোটা বিশ্বের কাছে এক অন্যতম উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বজুড়ে সমস্ত রাষ্ট্র যখন গণতন্ত্র ছেড়ে মেরুকরণের রাজনীতিতে মনোযোগ দিচ্ছে ঠিক তখনই আপনি, আপনার দল জাতি-ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের ভোটে নির্বাচিত হচ্ছেন। সবচেয়ে বেশি সংখ্যক মহিলা প্রতিনিধি সংসদে পাঠাচ্ছেন। কীভাবে এই অসম্ভবকে সম্ভব হচ্ছে, তা আপনার মুখ থেকেই আমাদের ছাত্রছাত্রীরা শুনতে চায়।’ তবে শুধু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজ নয় চলতি মাসের গোড়ায় লন্ডন স্কুল অফ ইকনমিক্সের প্রাক্তন পড়ুয়াদের তরফে দীপ্তেন্দু রায় সামাজিক উন্নয়ন ও নারী ক্ষমতায়ণের বিষয়ে মুখ্যমন্ত্রীকে বক্তৃতায় আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠান। সর্বশেষ ইমেলটি এসেছে সোমবার।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ সরকারি কর্মীদের জন্য সুখবর? অষ্টম বেতন পে কমিশন নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী

লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের মাইল এন্ড ইনস্টিটিউট-এর ডিরেক্টর সোফিয়া কোল্লিগননের তরফে সেই ইমেলে সরকারের নারী ক্ষমতায়ণ কেন্দ্রিক নীতি, রাজনৈতিক কৌশল এবং শাসন মডেল ব্যাখ্যা করার আমন্ত্রণ এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এদিকে চলতি মাসের শেষে ব্রিটেন যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাঁচদিনের বিদেশ সফরে একের পর এক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। একদিকে যেমন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং গবেষকদের সামনে বক্তব্য রাখবেন ঠিক তেমনই আবার লন্ডনের একটি শিল্প বৈঠকেও যোগ দেবেন তিনি। কিন্তু তার মাঝে লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটিতে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন কি না তা এখনও স্পষ্ট করেনি প্রশাসন।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group