শ্বেতা মিত্র, কলকাতা: হোলির পরেই রাজ্যের মহিলাদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এবার সকলকে মাসে ১৫০০ টাকা করে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। মুখ্যমন্ত্রী বলেন, ১ জানুয়ারি, ২০২৫ থেকে ৩১ মার্চ, ২০২৬ এর মধ্যে ২১ বছর বয়স পূর্ণকারী প্রতিটি যোগ্য কন্যাকে প্রতি মাসে ১৫০০ টাকা দেওয়া হবে। এর ফলে উপকৃত হবেন কয়েক লক্ষ মহিলা। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
মহিলাদের ১৫০০ টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর
সোমবার হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সুখু অর্থমন্ত্রী হিসেবে রাজ্যের কংগ্রেস সরকারের তৃতীয় বাজেট পেশ করেন। মোট ৫৮,৫১৪ কোটি টাকার বাজেট উপস্থাপন করা হয়েছে, যা গতবারের তুলনায় ৭০ কোটি টাকা বেশি। মুখ্যমন্ত্রী ২ ঘন্টা ৫৫ মিনিট ধরে বাজেট বক্তৃতা পাঠ করেন। আর বাজেট পেশ করেই একগুচ্ছ ঘোষণা করেন তিনি। যার মধ্যে অন্যতম ছিল প্রতিটি কন্যাকে ১৫০০ টাকা দেওয়ার ঘোষণা। ১ জানুয়ারি ২০২৫ থেকে ৩১ মার্চ ২০২৬ এর মধ্যে ২১ বছর বয়স পূর্ণকারী প্রতিটি কন্যাকে ইন্দিরা গান্ধী প্যারি বেহনা সুখ সম্মান নিধি প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে।
গৃহকর্মী হিসেবে কাজ করা মহিলারাও ১ জুন, ২০২৫ থেকে এই প্রকল্পের সুবিধা পাবেন। তাদের যোগ্য কন্যারাও প্রতি মাসে ১৫০০ টাকা ভাতা পাওয়ার অধিকারী হবেন। আগামী সময়ে, পঞ্চায়েত কর্তৃক অনুমোদিত সকল মহিলা পর্যায়ক্রমে এই প্রকল্পের সুবিধা পাবেন। বিধবা বোনদের কন্যারাও এই প্রকল্পের আওতায় সুবিধা পাওয়ার যোগ্য হবেন। এছাড়াও, বিধবা বোনদের মেয়েরা যদি পেশাদার কোর্স করতে চান, তাহলে তাদের সম্পূর্ণ ফি এবং ইনস্টিটিউট কর্তৃক অনুমোদিত হোস্টেল ফি সরকার বহন করবে। যদি তারা পিজিতে থাকতে চান, তাহলে সরকার বছরে ১০ মাস প্রতি মাসে ৩০০০ টাকা প্রদান করবে।
ইন্দিরা গান্ধী পেয়ারি বেহনা সুখ সম্মান নিধি প্রকল্প | Indira Gandhi Pyari Behna Sukh Samman Nidhi |
এই প্রকল্পের আওতায়, আসন্ন আর্থিক বছরে ২০০ কোটি টাকা ব্যয় করা হবে। বিবাহের জন্য আর্থিক পুরস্কার ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ লক্ষ টাকা করা হবে। ৭০ শতাংশের বেশি প্রতিবন্ধী ব্যক্তিদের বিবাহের জন্য বিবাহ প্রণোদনার পরিমাণ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ লক্ষ টাকা করা হবে। মুখ্যমন্ত্রী বিধবা ও একক মহিলা আবাসন প্রকল্পের আওতায় নতুন সুবিধাভোগীদের অন্তর্ভুক্ত করা হবে।
অঙ্গনওয়াড়ি কর্মীদেরও বাড়তি টাকা দেওয়ার ঘোষণা
অঙ্গনওয়াড়ি কর্মীরা এখন প্রতি মাসে ১০,৫০০ টাকা, মিনি অঙ্গনওয়াড়ি কর্মীরা ৭,৩০০ টাকা, অঙ্গনওয়াড়ি সহকারীরা ৫,৮০০ টাকা, আশা কর্মীরা ৫,৮০০ টাকা, মিড-ডে মিল কর্মীরা ৫,০০০ টাকা, জলবাহক (শিক্ষা বিভাগ) ৫,৫০০ টাকা, জলরক্ষীরা ৫,৬০০ টাকা, জলশক্তি বিভাগের মাল্টি-টাস্ক কর্মীরা ৫,৫০০ টাকা, প্যারা ফিটার এবং পাম্প-অপারেটর ৬,৬০০ টাকা, পঞ্চায়েত চৌকিদার ৮,৫০০ টাকা, রাজস্ব চৌকিদার ৬,৩০০ টাকা, রাজস্ব লম্বাদার ৪,৫০০ টাকা প্রতি মাসে পাবেন।
আরও পড়ুনঃ ৩% DA বৃদ্ধি, পেনশনভোগীদের বকেয়া পরিশোধ, সঙ্গে বিপুল চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর
চিকিৎসকদের ভাতা বৃদ্ধি করা হবে
মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের মেডিকেল কলেজ/এআইএমএসএস চামিয়ানার শিক্ষার্থীদের জন্য সিনিয়র রেসিডেন্ট-টিউটর বিশেষজ্ঞের বর্তমান উপবৃত্তির পরিমাণ এক লক্ষ টাকায় বৃদ্ধি করা হবে এবং এর সাথে ডিএনবি সুপার স্পেশালিস্ট এবং সিনিয়র রেসিডেন্ট সুপার স্পেশালিস্টের উপবৃত্তির পরিমাণও এক লক্ষ ৩০ হাজার টাকায় বৃদ্ধি করা হবে। রাজ্যে আউটসোর্সিংয়ে নিযুক্ত অপারেশন থিয়েটার সহকারী এবং রেডিওগ্রাফারদের মাসিক সম্মানী ২৫ হাজার টাকায় উন্নীত করা হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |