১০,০০০ ড্রোন একসাথে উড়িয়ে বিশ্ব রেকর্ড গড়তে চলেছে আবুধাবি, কী দেখাবে তাতে?

Published on:

Abu Dhabi to host world's largest drone light show with 10,000 drones

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একসাথে 10 হাজার ড্রোন আকাশে উড়তে দেখেছেন কখনও? উন্নত প্রযুক্তির ড্রোন দিয়ে লাইট শো তো পৃথিবীর বিভিন্ন প্রান্তে হয়েছে। তবে বৃহৎ পরিসরে একেবারে 10 হাজার ড্রোনের বহর দেখার সৌভাগ্য সেভাবে হয়নি কারোরই। এবার সেই অপ্রাপ্তি ঘোঁচাবে আবুধাবি (Abu Dhabi)।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

শোনা যাচ্ছে, আবুধাবির সংস্কৃতি ও পর্যটন বিভাগের উদ্যোগে এক উচ্চাভিলাসী ড্রোন লাইট শোয়ের আয়োজন করা হচ্ছে। যার আনুষ্ঠানিক ঘোষণা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এই ড্রোন শোয়ের সহযোগিতায় থাকবে নোভা স্কাই স্টোরিজ এবং অ্যানালগ।

10 হাজার ড্রোন ওড়ানোর বিরাট পরিকল্পনা

বেশ কয়েকটি রিপোর্ট মারফত খবর, আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আয়োজিত হতে চলা 10 হাজার ড্রোনের লাইট শো দেশটির সংস্কৃতি, পর্যটন ও বিনোদন প্রযুক্তিকে ভিন্নমাত্রায় নিয়ে যাবে। শোনা যাচ্ছে, 10 হাজার উন্নত ড্রোন দিয়ে বৃহৎ পরিসরে সিঙ্ক্রোনাইজড পারফরমেন্সের আয়োজন করা হলে অতিথি ভ্রমণকারী থেকে শুরু করে দেশের জনগণ আবুধাবির ঐতিহ্য, সংস্কৃতি ও প্রযুক্তিগত উদ্ভাবনকে একসাথে অনুভব করার সুযোগ পাবেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আগেই হয়ে গিয়েছে ঘোষণা

বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, আবুধাবির আকাশে 10 হাজার ড্রোনের লাইট শো প্রসঙ্গে গত 11 মার্চ আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। এদিন কৌশলগত অংশীদারিত্ব স্বাক্ষরের সময় প্রকল্পটি নিয়ে গভীর আলোচনা চলেছে। সেই ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুধাবির ক্রাউন প্রিন্স এবং আবুধাবি এক্সিকিউটিভ কাউন্সিলের চেয়ারম্যান মহামান্য শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

সূত্রের খবর, এই প্রকল্পটি মূলত চুক্তিভিত্তিক। ডিসিটি আবুধাবি, নোভা স্কাই স্টোরিজ, ড্রোন বিনোদন বিশেষজ্ঞ কলরাডো ভিত্তিক সংস্থা, অ্যানালগ ও আমিরাতের একটি প্রযুক্তি সংস্থা এই প্রকল্প চুক্তির অংশীদার।

আবুধাবির এই ড্রোন শো কীভাবে বিশ্বব্যাপী ভ্রমণ শিল্পকে প্রভাবিত করবে?

বেশ কয়েকটি সূত্র বলছে, আবুধাবির সংস্কৃতি, ঐতিহ্য ও প্রযুক্তির নয়া উদ্ভাবনকে সামনে রেখে যে বিরাট ড্রোন লাইট শোয়ের পরিকল্পনা করা হলো তা বিশ্বব্যাপী ভ্রমণশিল্পে কিছুটা হলেও প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের দাবি, এই ড্রোন শোয়ের জেরে অভিজ্ঞতামূলক পর্যটনে উদ্যোগটির প্রভাব পড়বে।

বলা হচ্ছে, বিশ্বের নানান দেশের ভ্রমণকারীদের জন্য প্রধান আকর্ষণ হয়ে উঠবে এই লাইট শো। বলা হচ্ছে, আবুধাবির এই আকর্ষণীয় লাইট শো দেখার জন্য প্রচুর সংখ্যক মানুষ ভিড় জমাতে পারেন আরব আমিরাতে।

অবশ্যই পড়ুন: টানা ২ সপ্তাহ বাতিল একাধিক ব্যান্ডেল লোকাল! বিজ্ঞপ্তি জারি পূর্ব রেলের

নোভা স্কাই স্টোরিজের তরফে কী জানানো হয়েছে?

সম্প্রতি ডিসিটি আবুধাবির সাথে নয়া প্রকল্পের অংশীদারিত্ব করতে পেরে তীব্র উচ্ছ্বাস প্রকাশ করেছেন নোভা স্কাই স্টোরিজের সিইও এবং সহ প্রতিষ্ঠাতা কিম্বাল মাস্ক। দুই মহারথীই জানিয়েছেন, আবুধাবির এই নয়া উদ্যোগের অংশ হতে পেরে আমরা সত্যিই আনন্দিত।

এই ড্রোন শোটিতে বিনোদনের জন্য বিশ্বের সবচেয়ে উন্নত হালকা ড্রোনের বিরাট বহর থাকবে। এই বৃহৎ লাইট শো গোটা বিশ্ববাসীকে দেখানোর জন্য মুখিয়ে রয়েছি। কার্যত একই সুর শোনা গিয়েছে অন্য আরেক অংশীদার সংস্থা অ্যানালগের প্রতিষ্ঠাতা ও সিইও অ্যালেক্স কিপম্যানের তরফেও।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group