সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৮ই মার্চ মঙ্গলবার, ভারতের শেয়ারবাজারে (Stock Market News) ফের চাঙ্গা ভাব। সেনসেক্স আজ একলাফে ৭৫ হাজারের গণ্ডি পার করেছে। এদিকে নিফটিও আজ রেকর্ড উচ্চতায়। গতকালের পর আজও বাজারে ইতিবাচক সেন্টিমেন্ট দেখা যাচ্ছে। সকালে বাজারে খোলার পরেই সেনসেক্স এবং নিফটি দুর্দান্ত লাভ দিয়েছে। মাত্র কিছুক্ষণের মধ্যেই সেনসেক্স ৮৯৪ পয়েন্ট বেড়ে ৭৫,০৫৬ তে পৌঁছায়। এদিকে নিফটি ২৫২ পয়েন্ট বেড়ে ২২,৭৬৩ তে ট্রেড করেছে। পাশাপাশি ব্যাংক নিফটিও আজ ৪৯,০১২-তে পৌঁছেছে, যা ৬৫৫ পয়েন্ট বৃদ্ধি হয়েছে। কিন্তু কী কারনে শেয়ারবাজারে এত উত্থান? চলুন জেনে নিই।
আমেরিকার বাজারের প্রভাব
গতকাল অর্থাৎ, ১৭ ই মার্চ আমেরিকার শেয়ারবাজার দুর্দান্ত হারে বৃদ্ধি পেয়েছিল। এর সরাসরি প্রভাব এশিয়ার বাজারে পড়েছে, বিশেষ করে ভারতে। সকালে আজ বাজার খোলার পরেই গ্রিন জোনে ট্রেড শুরু হয়েছে, যা দেখে বিনিয়োগকারীরা প্রচুর পরিমাণে শেয়ার কিনেছে। ফলে বাজার আরো চাঙ্গা হয়ে ওঠে।
চীনে রিলিফ প্যাকেজের আশায় বিনিয়োগকারীদের উচ্ছ্বাস
এদিকে চীনে নতুন রিলিফ প্যাকেজ ঘোষণা করার জল্পনা চলছে। এই প্যাকেজ বাজারে ইস্পাত এবং অন্যান্য শিল্পগুলিতে বড় সুবিধা দিতে পারে। এর প্রভাব সরাসরি ভারতের শেয়ারবাজারে পড়ছে। আজ টাটা স্টিল, জিন্দাল স্টিলের মতো শেয়ারের দামও বাড়তে দেখা যাচ্ছে। এশিয়ার অন্যান্য শেয়ারবাজারেও এই কারণে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে।
টাকার মূল্য বৃদ্ধি
আজ টাকার দাম বেড়ে ডলারের বিপরীতে ৮৬.৭৬ এ পৌঁছেছে, যা ফেব্রুয়ারি মাসের পর থেকে সর্বোচ্চ। টাকার শক্তিশালী অবস্থান আমদানির খরচ কমাচ্ছে। যার ফলে ভারতীয় কোম্পানিগুলির লাভও বৃদ্ধি পাচ্ছে। আর বিনিয়োগকারীদের বাজারে আরও আত্মবিশ্বাস গড়ে উঠছে। ফলে শেয়ারবাজারের গ্রাফ আরো সবুজ হচ্ছে।
শেয়ারবাজারের ভবিষ্যৎ কী?
মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ আগামীকাল তাদের FOMC মিটিং করতে চলেছে। বেশ কিছু সূত্র বলছে, আমেরিকার ফেব্রুয়ারির রিটেল সেলস ০.২% বেড়েছে, যা বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলেছে। তবে সুদের হার ৪.২৫ থেকে ৪.৫% এর মধ্যে স্থির থাকবে কিনা তা নিয়ে এখনো ধোঁয়াশা থেকে যাচ্ছে।
কোন শেয়ারগুলি সবচেয়ে বেশি লাভ দিচ্ছে?
আজকের বাজারের দিকে তাকালে আমরা দেখতে পাব, সবক্ষেত্রেই বাড়তি উত্থান দেখা গেছে। নিফটির ১৩টি সেক্টরাল ইনডেক্স সবুজ চিহ্ন ছিল, বিশেষ করে Nifty Auto, Bank, FMCG, Realty এবং Metal সূচকে ১% পর্যন্ত বাড়তে দেখা গেছে। তাই আজকের বাজার হিসেবে সবচেয়ে লাভবান কোম্পানিগুলি হল ICICI Bank, Hindalco, Axis Bank, Britannia, Shriram Finance। তবে আজ শেয়ার দুর্বল রয়েছে কিছু কোম্পানির। যেমন Bajaj Finserv, Bajaj Finance, HCL Tech, BPCL ইত্যাদি।
বিনিয়োগকারীদের জন্য পরামর্শ
বাজারে এই ধরনের উত্থান সাধারণত হয়েই থাকে। তাই বিনিয়োগ করার আগে বিশেষজ্ঞদের মতামত নিয়ে বিনিয়োগ করাই সবথেকে বুদ্ধিমানের কাজ। একান্তই বিনিয়োগ করতে হলে নিজ দায়িত্বে বিনিয়োগ করুন। India Hood কাউকে বিনিয়োগ করার জন্য বাধ্য করে না। তাই আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হলে India Hood কোনরকম দায়বদ্ধতা নেবে না। তবে শেয়ারবাজারের হালচাল এবং প্রতিনিয়ত টিপস পেতে হলে অবশ্যই ফলো করুন India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |