মেডেন দিয়ে শুরু, তারপরের ওভারে এত রান! শাহিন আফ্রিদির নামে লজ্জার রেকর্ড

Published on:

Shaheen Afridi create a embarrassing record in second T20I against New Zealand

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্ব ক্রিকেটে ঘোর দুঃসময় চলছে পাকিস্তানের। চ্যাম্পিয়নস ট্রফিতে ধারাবাহিক পরাজয়ের পর এবার নিউজিল্যান্ড (New Zealand) বাহিনীর কাছেও পরাস্ত হলো পাকিস্তান। কিউইদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে গো হারা হেরে দ্বিতীয় ম্যাচে কিছু একটা করে দেখানোর খিদে নিয়ে মাঠে নেমেছিল সালমান আগার দল। আর সেই ম্যাচেই দলের পরাজয়ের সাথে সাথে লজ্জার রেকর্ড গড়লেন পাকিস্তানের মহারথী শাহিন শাহ আফ্রিদি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

5 উইকেটে দ্বিতীয় আসরেও হারল পাকিস্তান

কিউইদের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাত্র 91 রানে গুটিয়ে যায় ব্যর্থ পাকিস্তান। জবাবে মাত্র 1 উইকেট হারিয়ে 10.1 ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেয় নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে লজ্জার হারের পর দুঃসময় কাটাতে চেয়েছিল বাবর-রিজওয়ানহীন পাকিস্তান। তবে দ্বিতীয় ম্যাচে বাগড়া দেয় বৃষ্টি। ফলত, বৃষ্টি বিঘ্নিত ম্যাচ নির্ধারিত সময়ের থেকে কিছুটা দেরিতে শুরু হওয়ায় 15 ওভারের খেলা আয়োজন করা গিয়েছিল।

আর তাতেই লাভের অঙ্ক ঘরে তোলে নিউজিল্যান্ড। অধিনায়ক সালমান আগাদের চেষ্টা সত্ত্বেও ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান। এদিন সালমানের ব্যাট থেকে 28 বলে 46 রানের যোগদান পেয়েছিল দল। বাকি কেউই 30 রানের গন্ডি টপকাতে পারেননি। শেষমেষ 135 রান তুলে পরবর্তী ইনিংসের জন্য অপেক্ষা করে পাকিস্তান।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

জবাবে ব্যাট করতে এসে 5 উইকেট হাতে রেখে মাত্র 13.1 ওভারেই জয় তুলে নেয় নিউজিল্যান্ড বাহিনী। এদিন কিউইদের মধ্যে টিম সেইফার্ট ও ফিন অ্যালেন দলের হয়ে আসল কাজটা করে দিয়ে গেছিলেন। আর সেই জোরেই সম্ভাব্য জয় পায় নিউজিল্যান্ড।

অবশ্যই পড়ুন: IPL শুরুর আগেই দুঃসংবাদ! প্রয়াত ২৮ বছর বয়সী তরুণ ভারতীয় ক্রিকেটার

দ্বিতীয় ম্যাচেই লজ্জার রেকর্ড গড়লেন আফ্রিদি

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরাজয়ের পাশাপাশি লজ্জার রেকর্ড গড়েছেন পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদি। এদিন কিউই ব্যাটারদের উইকেট ভাঙ্গার স্বপ্ন নিয়ে মাঠে নেমে একের পর এক বাউন্ডারি ও ছয় দেখতে হয়েছে আফ্রিদিকে। তবে সবচেয়ে লজ্জার বিষয়, আফ্রিদির মতো একজন বোলারকে কার্যত ছাতু করে ছেড়েছেন কিউই ব্যাটাররা। এদিন মাত্র 1 ওভারেই 4টি ছয় দেখতে হয়েছিল আফ্রিদিকে। যা পাক তারকার নামের পাশে লজ্জার রেকর্ড জুড়ে দিয়েছে।

সূত্র বলছে, এর আগে পাকিস্তানের তাবড় বোলার ফাহিন আসরাজ ও মহম্মদ শামি এক ওভারে 4টি করে দুরন্ত ছয় হজম করেছিলেন। এবার সেই লজ্জার রেকর্ডে নাম জুড়ল আফ্রিদির। যার কারণে পাক পেসারকে নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা। নেট দুনিয়ায় ব্যাপক ট্রোলিংও হচ্ছেন বাবর আজমদের এই সতীর্থ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group