আঙুলের ছাপ ছাড়া আর দেওয়া যাবে না ভোট? Voter Id-র সাথে আধার লিঙ্কের প্রস্তুতি কমিশনের

Published on:

Linking Aadhaar with voter card is mandatory

সৌভিক মুখার্জী, কলকাতাঃ দেশজুড়ে ভোটার কার্ডের অনিয়ম নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন অভিযোগ উঠে আসছিল। এবার সেই সমস্যা সমাধান করতে নয়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন (ECI)। এবার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য নির্বাচন কমিশন এবং ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (UIDAI) বিশেষজ্ঞরা এবার হাতে হাত মেলাচ্ছেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বৈঠকে ঐতিহাসিক সিদ্ধান্ত

গত মঙ্গলবার নির্বাচন কমিশনের প্রধান জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনার ড. এসএস সন্ধু এবং ড. বিবেক জোশীর নেতৃত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব, আইন দপ্তরের সচিব ও UIDAI-র প্রধানের মধ্যে এক দীর্ঘ বৈঠক সম্পন্ন হয়। আর সেখানেই নেওয়া হয় এই ঐতিহাসিক সিদ্ধান্ত। সূত্র বলছে, বর্তমানে ৯৯ কোটির বেশি ভোটারের মধ্যে মাত্র ৬৬ কোটির আধার নাম্বার নির্বাচন কমিশনের হাতে রয়েছে। এবার বাকিদের আধার কার্ডও সংযুক্ত করা হবে।

জাল ভোটারের সনাক্তকরণে ভোটার-আধার লিঙ্ক

বেশ কিছু সূত্র বলছে, ভোটার-আধার সংযুক্তিকরণের (Voter Id Aadhar Link) ফলে জাল এবং ভুয়া ভোটারদের সহজেই চিহ্নিত করা যাবে। অনেকেই নতুন ঠিকানায় আধার আপডেট করলেও ভোটার কার্ড ট্রান্সফার করতে ভুলে যান। পরে একাধিক জায়গায় ভোটারের তালিকায় তাদের নাম থেকে যায়। ভোটার-আধার সংযুক্তির ফলে জাল এবং ভুলভাবে যোগ হওয়া নাম শনাক্ত করা খুব সহজ হবে। পাশাপাশি এক ব্যক্তি একাধিক জায়গায় ভোটার হতে পারবেন না। এখানেই শেষ নয়, ভোটার তালিকা আগে থেকে আরও স্বচ্ছ হবে এবং রাজনৈতিক দলগুলির অভিযোগ কমবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আইনি বিষয়ক নিশ্চয়তা দিচ্ছে নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন জানাচ্ছে, এই সিদ্ধান্তে নেওয়ার আগে সংবিধানের ২৩(৪), ২৩(৫) ও ২৩(৬) ধারা খতিয়ে দেখা হয়েছে। ২০২৩ সালে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আধার কার্ড বাধ্যতামূলক নয়। তবে স্বচ্ছতা বজায় রাখতে আধার কার্ড লিংক করতে হবে। কমিশনের মতে, ভোটাররা স্বেচ্ছায় এগিয়ে আসলে এই প্রক্রিয়া আরো দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে। 

৩৩ কোটি ভোটারের আধার সংযুক্ত করা হবে

বর্তমানে ৯৯ কোটির বেশি ভোটারের মধ্যে মাত্র ৬৬ কোটির আধার নাম্বার রয়েছে নির্বাচন কমিশনের হাতে। এখন বাকি ৩৩ কোটির তথ্য সংগ্রহ করা হবে সব থেকে বড় চ্যালেঞ্জ। ২০১৫ সালে পরীক্ষামূলকভাবে এই সংযুক্তিকরণ শুরু হলেও তা সফল করা সম্ভব হয়নি। এবার প্রযুক্তিগত উন্নতির মাধ্যমে গোটা দেশজুড়ে এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। 

কীভাবে ভোটার আইডি ও আধার লিঙ্ক করবেন?

বাড়িতে বসে খুব সহজেই NVSP পোর্টাল থেকে ভোটার কার্ড ও আধার লিঙ্ক করতে পারবেন। এছাড়া SMS বা মোবাইল অ্যাপের মাধ্যমেও এই কাজ এখন করা যাচ্ছে। শুধু তাই নয়, ব্লক অফিসারের সাহায্য ভোটার কার্ড এবং আধার লিঙ্ক করতে পারবেন। নির্বাচন কমিশনের আশা, এই সংযুক্তিকরণ প্রক্রিয়া শেষ হলে ভোটার তালিকায় স্বচ্ছতা ফিরে আসবে। তাই যদি আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা না থাকে তাহলে এখনই করে নিন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group