CBI-র যুক্তিতেই সায় হাইকোর্টের! পুর নিয়োগ মামলায় জামিন খারিজ অয়ন শীলের

Published on:

Municipality Recruitment Case

প্রীতি পোদ্দার, কলকাতা: ২০২৩ সালের মার্চে তৃণমূলের যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করেছিল ED। পরে সেই একই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI ও গ্রেফতার করে। শেষে অয়ন শীলের বাড়িতে ED অভিযান চালালে পুরসভার নিয়োগে (Municipality Recruitment Case) অনিয়ম সংক্রান্ত নথি উদ্ধার করে। অভিযোগ ওঠে যে, পুরসভায় চাকরির নাম করে প্রার্থীদের কাছ থেকে টাকা তুলতেন অয়ন।

অয়ন শীলের জামিনের আবেদনে বিরোধিতা

ED সূত্রে জানা গিয়েছে যে অয়ন শীলের সংস্থার মাধ্যমে মোট ১৭টি পুরসভায় দুর্নীতি হয়েছে। যার ফলে পুর নিয়োগ মামলাতেও আলাদা করে গ্রেফতার করা হয় অয়নকে। এর আগে একাধিকবার অয়ন শীল আইনজীবি মারফৎ হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছিল কিন্তু প্রত্যেকবারই সেই আবেদন খারিজ করে দেওয়া হয়, এবারেও তাই ঘটল। পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় জামিনের আবেদন খারিজ করল হাইকোর্ট। সম্প্রতি কলকাতা হাই কোর্টে জামিনের আর্জি জানিয়েছিলেন অয়ন। কিন্তু সেই জামিনের আবেদনের ভিত্তিতে আজ অর্থাৎ বুধবারের শুনানিতে বিরোধিতা করে CBI।

CBI এর আবেদনে সম্মতি হাইকোর্টের

এই বিষয়ে এদিন আদালতে CBI জানিয়েছে যে, দু’বছরে যে ১৭টি পুরসভায় দুর্নীতির অভিযোগ উঠেছে, তার মধ্যে একটি মাত্র পুরসভায় দুর্নীতির অভিযোগের তদন্ত শেষ হয়েছে। কিন্তু এখনো সেই তদন্তের চার্জশিট আদালতে পেশ করা হয়নি। তাই সেক্ষেত্রে চার্জশিট ছাড়া অয়নকে জামিন দেওয়া উচিত হবে না বলেই আদালতে জানিয়েছে সিবিআই। শেষে সমস্ত দিক খতিয়ে দেখে এদিন পুর নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ করে দেয় হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ।

এদিকে গতকাল অর্থাৎ মঙ্গলবার, এই পুর দুর্নীতি মামলায় সিবিআইকে জোর ধমক দিয়েছিল কলকাতা হাই কোর্ট। এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার থেকে এই মামলার কেস ডায়েরি তলব করল বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ। আসলে গতকাল সিবিআইয়ের আইনজীবী জানিয়েছিলেন যে, ১৭টি পুরসভার বিরুদ্ধে দুর্নীতি মামলা চলছে। তাই প্রচুর পাতার নথি জমা রয়েছে। সেক্ষেত্রে যদি কেস ডায়েরি না এনে রিপোর্ট ফাইল আনার অনুমতি আদালত দেয় তাহলে বেশ সুবিধা রয়েছে। কিন্তু সিবিআই এর আবেদনে ক্ষুব্ধ হয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে কেস ডায়েরি ছাড়া কোনো মামলা শোনা হবে না।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥