ফের রেকর্ড গড়ল সোনার দর, পিছু ছারছে না রুপোও! দেখুন আজকের রেট

Published on:

Gold and silver price today

সৌভিক মুখার্জী, কলকাতা: সোনার বাজারে আবারও নয়া চমক। আজ শুক্রবার, ২১শে মার্চ। সোনার দর (Gold Price) আজও নতুন উচ্চতায় পৌঁছেছে। প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনা আজ ৯০,৮০০/- টাকা পার করেছে, যা গতকালের তুলনায় ৪০০/- টাকা বেড়েছে। অন্যদিকে ২২ ক্যারেট সোনাও আজ ৮৩,২০০/- ছাড়িয়েছে। ফলে বিনিয়োগকারীদের পাশাপাশি সাধারণ ক্রেতাদের মধ্যেও এখন সোনার বাজার নিয়ে কৌতুহল সৃষ্টি হচ্ছে। কেন হঠাৎ এত চড়া হচ্ছে হলুদ ধাতুর দাম? কোন শহরে আজ কত টাকায় পাওয়া যাচ্ছে সোনা? সমস্ত প্রশ্নের উত্তর জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আজ সোনার বাজার মূল্য | Gold Price Today |

আজ ভারতের বিভিন্ন শহর যেমন কলকাতা, মুম্বাই, চেন্নাইয়ের মত বড় শহরগুলিতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮৩,১১০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৯০,৬৭০/- টাকায়। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। রাজধানীতে সোনার মূল্য আরো চড়া। দিল্লিতে আজ ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮৩,২৬০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৯০,৮২০/- টাকায়।

আজ রুপোর বাজার দর | Silver Price Today |

এদিকে আজ রুপোর দামেও সামান্য বৃদ্ধি দেখা গিয়েছে। আজ ২১শে মার্চ, রুপোর দর ১০০/- টাকা বৃদ্ধি পেয়েছে প্রতি কেজিতে। যেখানে গতকাল দাম ছিল ১,০৫,১০০/- টাকা প্রতি কেজি, সেখানে আজ দর দাঁড়িয়েছে ১,০৫,২০০/- টাকা প্রতি কেজি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সোনার দামের কেন ঊর্ধ্বগতি?

সোনার দামের এই হঠাৎ উর্ধ্বগতির পিছনে বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, বিশ্ব অর্থনীতিতে সাম্প্রতিক মন্দা দেখা গিয়েছে এবং সুদের হার প্রকাশ্যে এসেছে। তাই বিনিয়োগকারীরা এখন সোনার দিকে বেশি ছুটছে। ফলে দাম বাড়ছে সোনার। এদিকে আন্তর্জাতিক বাজারে ডলারের দাম হ্রাস পাচ্ছে। তাই সোনার মূল্য উর্ধ্বগতি হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে সোনার সরবরাহ কমে গিয়েছে এবং বড় বড় সংস্থাগুলি ও কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি প্রচুর পরিমাণে সোনা কিনেছে। তাই সোনার দাম চড়া হচ্ছে। 

ভারতের সোনার দাম কীভাবে নির্ধারিত হয়?

ভারতের সোনার দাম নির্ধারণের পিছনে বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, বিশ্ববাজারে সোনার দাম ওঠানামা সরাসরি ভারতীয় বাজারে প্রভাব ফেলে। দ্বিতীয়ত, ভারত সরকার সোনার আমদানির উপর শুল্ক এবং জিএসটি ধার্য করে, যা সরাসরি দাম বাড়ায়। তৃতীয়ত, ভারতীয় রুপির দাম কমলে আমদানিকৃত সোনার দাম বেড়ে যায়। তাই দেশের বাজারেও প্রভাব পড়ছে।

এখনই কি বিনিয়োগ করবেন?

বর্তমানে সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছে। যারা বিনিয়োগ করতে চান, তারা এখনই মুনাফার আশায় সিদ্ধান্ত নিতে পারেন। কারণ ভবিষ্যতে সোনার দাম আরো ঊর্ধ্বগতি হতে পারে। আবার যারা গহনা কেনার কথা ভাবছেন, তাদের জন্য এটি চিন্তার কারণ হতে পারে। তাই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group