সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি সরকারি নিরাপত্তা বাহিনীতে যোগ দিতে চান? তাহলে আপনার জন্য দারুণ সংবাদ। সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে ১৫,০০০ শূন্যপদে হোমগার্ড নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। যেখানে মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে। তাই সরকারি চাকরিতে যোগ দেওয়ার জন্য এটি হতে চলেছে সুবর্ণ সুযোগ।
কারা আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, কত টাকা বেতন দেওয়া হবে, কীভাবে আবেদন করবেন, বয়স সীমা কত চাওয়া হয়েছে, কীভাবে নিয়োগ করা হবে, সমস্ত তথ্য জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
পদ এবং শূন্যপদের বিবরণ | Home Guard Recruitment 2025 |
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, এখানে হোমগার্ড পদে নিয়োগ করা হবে। শূন্যপদের দিকে যদি তাকাই, তাহলে এখানে মোট ১৫,০০০ শূন্যপদ থাকছে। তাই চাকরিপ্রার্থীদের জন্য এটি হতে চলেছে দারুণ সুযোগ।
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, এখানে চাকরিপ্রার্থীরা ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। কোনরকম অতিরিক্ত অভিজ্ঞতা বা কোন ডিগ্রি লাগবে না।
বয়স সীমা কত চাওয়া হয়েছে?
যেমনটা জানা যাচ্ছে, এখানে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে বয়স হিসাব করতে হবে ১লা জানুয়ারি, ২০২৫ তারিখ অনুযায়ী। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে।
বেতন কাঠামো
বেতন কাঠামো সংক্রান্ত কোনো তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নেই। তবে সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত বেতন প্রদান করা হবে নিযুক্ত প্রার্থীদের।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশিত হয়েছে?
জানিয়ে রাখি, এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিহার রাজ্যের তরফ থেকে। জানা যাচ্ছে, বিহার রাজ্যের বিভিন্ন জেলায় এই হোমগার্ড নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়া পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য নয়।
কীভাবে আবেদন করবেন?
যে সমস্ত চাকরিপ্রার্থীরা হোমগার্ড পদে আবেদন করতে চান, তাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-
১) প্রথমে বিহার রাজ্যের অফিশিয়াল ওয়েবসাইটে যান।
২) এরপর “Bihar Home Guard Recruitment 2025” লিঙ্কে ক্লিক করুন।
৩) নতুন আবেদনকারী হলে অবশ্যই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
৪) এরপর নির্ধারিত আবেদন ফর্মটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
৫) এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করুন।
৬) এরপর নির্ধারিত আবেদন কি পরিশোধ করুন।
৭) সবশেষে আবেদন জমা দিন এবং কনফার্মেশন কপি ডাউনলোড করে রাখুন।
গুরুত্বপূর্ণ তারিখ
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, এখানে আবেদন শুরু হবে আগামী ২৭শে মার্চ, ২০২৫ থেকে এবং আবেদন চলবে ১৬ই এপ্রিল, ২০২৫ তারিখ পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরা নেওয়া ভালো।
কীভাবে নিয়োগ করা হবে?
জানা যাচ্ছে, এখানে চারটি ধাপের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। প্রথমে একটি MCQ ভিত্তিক লিখিত পরীক্ষা নেওয়া হবে। এরপর শারীরিক দক্ষতার পরীক্ষা, মেডিকেল পরীক্ষা এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |