মিষ্টির প্যাকেটে উপহার, তৃণমূল প্রধানের দুয়ারে বোমা! বহরমপুরে আহত এক নাবালক

Published on:

Deganga

প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরতেই ২৬ এর বিধানসভা নির্বাচন। নির্বাচনের প্রচার করার ক্ষেত্রে হাতে এখনও অগাত সময় থাকলেও রাজনৈতিক দল সেই সুযোগ টাও হাতছাড়া করতে চাইছে না। তাইতো এখন থেকেই নানা দলীয় বৈঠক করে চলেছেন তাঁরা। কিন্তু এবার নির্বাচনের আগে ফের দুই এলাকায় (Deganga) চাঞ্চল্যকর ঘটনা ঘটল। উদ্ধার হল বোমা এবং আগ্নেয়াস্ত্র। ঘটনার তদন্ত নেমেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ১ জনকে

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ঘটনাটি কী?

সূত্রের খবর, আজ অর্থাৎ বুধবার সকালে দেগঙ্গার চৌরাশিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বাপ্পা মণ্ডলের বাড়ির মূল ফটকের সামনের সিঁড়িতে একটি মিষ্টির প্যাকেট পড়ে থাকতে দেখা গিয়েছে। কিন্তু কে ফেলে রেখেছেন জানা যায়নি। পরে সেই প্যাকেট খুলতেই তাতে দেখা যায় দুটি বোমা। জানা গিয়েছে এই প্যাকেটটি প্রথম বাপ্পা মণ্ডলের মা দেখতে পান। পুরো ঘটনায় তিনি এবং তাঁর পরিবার আতঙ্কিত। এই বিষয়ে তৃণমূল পঞ্চায়েত প্রধানের মা বলেন, ‘‘সকালে উঠে ফুল তুলতে গিয়ে দেখি মিষ্টির প্যাকেট পড়ে রয়েছে সিঁড়িতে। খুলতেই চমকে উঠি। তবে পঞ্চায়েত প্রধান সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে গোটা ঘটনা পুলিশকে জানিয়েছে।

কৌটো খুলতেই জখম হয় ২

ইতিমধ্যেই পুলিশ গিয়ে পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে বোমা উদ্ধার করে সেগুলো নিষ্ক্রিয় করেছে। শুরু হয়েছে তদন্ত। তবে শুধু এই বোমা কাণ্ডটি দেগঙ্গায় ঘটেনি। অপর বোমা কাণ্ডটি ঘটেছে মুর্শিদাবাদে। পুলিশ সূত্রে জানা গিয়েছে বাড়ির পাশে নয়ানজুলিতে একটি ব্যাগের মধ্যে জর্দার কৌটোর মধ্যে পাওয়া গিয়েছে বোমা। আর সেই কৌটো খুলতে গিয়ে ভয়ংকর ভাবে আহত হন বছর দশের বালক। জখম হন তাঁর দিদা মনোয়ারা বিবিও। তড়িঘড়ি তাঁদেরকে নিয়ে আসা হয় বহরমপুর হাসপাতালে। কিন্তু কে বা কারা জর্দার কৌটার মধ্যে বোমা রেখেছিল, তদন্ত শুরু করেছে পুলিশ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ মমতার বক্তব্য শুনতে অধীর অপেক্ষায় অক্সফোর্ড, ৪৮ ঘণ্টা আগেই হাউসফুল সভা

অন্যদিকে বোমা উদ্ধারের পাশাপাশি এবার উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। ঘটনাটি ঘটেছে সোনারপুরে। জানা গিয়েছে অস্ত্র উদ্ধারের ঘটনায় সেখানে সমাজবিরোধী কার্যকলাপ নিয়ে প্রশ্ন উঠছে। গ্রেফতার হয়েছে ১ জন। নির্বাচনের এর আগে এই ধরনের ঘটনা মনে করিয়ে দিচ্ছে গত পঞ্চায়েত ভোটের সময়কে। সেই বারেও এভাবেই রাজ্যের জেলায় জেলায় বিভিন্ন এলাকা থেকে বোমা পাওয়া গিয়েছিল। কোথা থেকে বোমা আসছে, পুলিশ খবর পাচ্ছে না কেন, উঠছে একাধিক প্রশ্ন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group