জানুয়ারি থেকে মিলবে বর্ধিত DA, কবে হবে ঘোষণা? মিলল শুভ সংকেত

Published on:

indian money Da

শ্বেতা মিত্র, কলকাতা: সপ্তম বেতন পে কমিশন (7th Pay Commission) নিয়ে বড় খবর। আপনিও কী একজন কেন্দ্রীয় সরকারি কর্মী? পেনশন প্রাপক? তাহলে আজকের এই লেখাটি রইল আপনার জন্য। DA কবে মিলবে? অষ্টম বেতন পে কমিশন লাগু হবে? এই প্রশ্ন এখন সকল কেন্দ্রীয় সরকারি কর্মীর মুখে মুখে ঘুরছে। অষ্টম বেতন কমিশন গঠনের প্রক্রিয়া যত এগিয়ে চলেছে, কর্মীদের মধ্যে কৌতূহল তত বাড়ছে। এদিকে, একটি রিপোর্ট অনুসারে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এই মাসে মহার্ঘ্য ভাতা বৃদ্ধি পেতে পারে। ঐতিহ্যগতভাবে, সরকার মার্চ মাসে ডিএ বৃদ্ধির ঘোষণা করে, যা একই বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়। তবে মার্চ মাস শেষ হতে চললেও এখনো অবধি এই নিয়ে কিছু ঘোষণা হয়নি। প্রশ্ন উঠছে কবে ঘোষণা হবে? আর কতটাই বা ডিএ বাড়বে?

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কতটা বাড়বে ডিএ?

বর্তমানে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ তাদের মূল বেতনের ৫৩%। সাম্প্রতিক একটি অনুসারে, এতে ২% বৃদ্ধি হতে পারে, যা ডিএ ৫৫% বৃদ্ধি করবে। এই বৃদ্ধি সপ্তম বেতন কমিশনের সুপারিশের সঙ্গে অনেকটাই মিল খাচ্ছে বলে খবর।  কেন্দ্রীয় সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI-IW) থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করে ডিএ হার নির্ধারণ করে, যা সিমলা-ভিত্তিক শ্রম ব্যুরো দ্বারা প্রকাশিত হয়। সম্প্রতি প্রকাশিত AICPI-IW ডিসেম্বর ২০২৪ সালের তথ্য অনুসারে, সূচকটি ০.৮% কমে ১৪৩.৭ এ দাঁড়িয়েছে। শিল্প শ্রমিকদের জন্য ভোক্তা মূল্য সূচকের এই পতন ডিএ গণনার উপর প্রভাব ফেলে, যা সম্ভাব্য বৃদ্ধি সীমিত করতে পারে।

কর্মচারী ইউনিয়নদের প্রত্যাশা বাড়ছে

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রতিনিধিরাও ২% ডিএ বৃদ্ধির সম্ভাবনা প্রকাশ করেছেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও শ্রমিকদের কনফেডারেশনের সভাপতি রূপক সরকারের মতে, তাদের অভ্যন্তরীণ মূল্যায়নেও একই প্রত্যাশা প্রকাশ করা হয়েছে। এছাড়াও, NC-JCM (স্টাফ সাইড) সচিব শিব গোপাল মিশ্রও বলেছেন যে ২% ডিএ বৃদ্ধির সম্ভাবনা বেশ জোরালো।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ডিএ বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা নেবে। অনুমোদিত হলে, সংশোধিত ডিএ হার সম্ভবত ১ জানুয়ারি, ২০২৫ থেকে প্রযোজ্য হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group