হাত ফসকেছে সেঞ্চুরি, তবুও ৪ নাইট তারকার রেকর্ড গুঁড়িয়ে KKR-র হয়ে বিশেষ নজির গড়লেন ডিক’ক

Published on:

De Kock sets a big record for Kolkata Knight Riders

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অ্যাওয়ে ম্যাচে জয় পেয়েছে KKR। 18 তম সংস্করণে প্রথম জয় নাইটদের (Kolkata Knight Riders)। নেপথ্যে RCB-র বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচের ব্যর্থ নায়ক কুইন্টন ডি ক’ক। সেঞ্চুরি ফসকালেও বুধবারের ম্যাচ রাজস্থানের ঘরের মাঠে তালুবন্দি করেছেন প্রোটিয়া তারকা। নাইট ওপেনারের 97 রানের যোগদান দলকে এ মরসুমে প্রথম সাফল্য পাইয়ে দেওয়ার পাশাপাশি কলকাতার হয়ে খেলা 4 তারকার জন্য যথেষ্ট ব্যয়বহুল হয়ে উঠেছে। হ্যাঁ, বলা বাহুল্য, ডিক’কের বুধবারের ইনিংস 4 ধুরন্ধর খেলোয়াড়ের রেকর্ড গুঁড়িয়ে দিয়েছে। কারা তাঁরা? জেনে নিন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বিধ্বংসী মেজাজে ডিক’ক

বুধবার প্রতিপক্ষের ঘরের মাঠে আক্রমণ শানাতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচ যেহেতু ভাল যায়নি, তাই আত্মবিশ্বাসটা ঠিক সেভাবে ছিল না। তবে পজিটিভ ভাইভ তো ছিলই। আর সেই সূত্র ধরেই, একেবারে ভিন্ন স্টাইলে ওপেন করতে নেমেছিলেন সাউথ আফ্রিকান তারকা কুইন্টন ডিক’ক।

প্রতিপক্ষের লক্ষ্য তাড়া করতে নেমে এভাবে যে বিধ্বংসী মেজাজ ধরে নেবেন তা হয়তো অনেকেই কল্পনা করতে পারেননি। তবে কথায় আছে, কখন কখন চমৎকারও হয়। গতকাল আসামের গুয়াহাটি স্টেডিয়ামে সেটাই হয়েছিল। এদিন একেবারে নিজের পুরনো ছন্দে ব্যাটিং শুরু করেছিলেন ডিক’ক। তিনি প্রোটিয়াদের জাত, তা গতকালের ম্যাচেই বোঝা গিয়েছিল।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এদিন একেবারে ভিন্ন স্টাইলে ব্যাটে ঝোড়ো হাওয়া তোলেন ডিক’ক। একার কাঁধে গোটা নাইট শিবিরের দায়িত্ব নিয়ে 97 রানের অপরাজিত ইনিংস খেলার পাশাপাশি দলকে বুধবার রাতের সেরা উপহারটাও দিয়ে গিয়েছিলেন ডিক’ক। নাইট বিদেশির এই কীর্তির পরই গুঁড়িয়ে গিয়েছে বহু তাবড় তারকার IPL রেকর্ড।

ভাঙল 4 তারকার রেকর্ড

বুধবার রাজস্থানের বিরুদ্ধে প্রথম থেকে 22 গজে দাপট ধরে রেখে 61 বলে 97 রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন ডিক’ক। সেঞ্চুরি? হ্যাঁ, হয়তো সেটাও হয়ে যেত গতকালই। তবে, নিজের সাফল্যের থেকেও দলের জয়টাকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন প্রোটিয়া তারকা। যদিও শতরান সম্ভব হলেও প্রয়োজনীয় রান ফুরিয়ে এসেছিল, তাই দ্রুত ম্যাচে দাড়ি টেনে, দলকে এ মরসুমের প্রথম জয়টা উপহার দিয়েছেন কুইন্টন।

সেঞ্চুরি না হলেও গতকাল ডিক’কের এই কীর্তি গুঁড়িয়ে দিয়েছে 4 তাবড় তারকার রেকর্ড। হ্যাঁ, 97 রানের ইনিংসকে পুঁজি করেই গতকাল প্রাক্তনী ক্রিস লিন, মনিশ পান্ডে (বর্তমান), মনবিন্দর বিসলা ও প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীরের রেকর্ড ভেঙে দিয়েছেন ডিক’ক। বলে রাখি, গতকালের দুরন্ত ইনিংসের জোরে নাইটদের সর্বোচ্চ রান সংগ্রহ হয়ে উঠেছেন তিনি।

অবশ্যই পড়ুন: ড্রাগনের মুখ থেকে কেড়ে নেওয়া হবে বিরল গুপ্তধন! ভারতের ‘মিশন আফ্রিকা’য় ভয়ে চীন

এর আগে এই রেকর্ডটি ছিল KKR তারকা মণীশ পান্ডের নামে। হ্যাঁ, 2014 সালে বেঙ্গালুরুর বিপক্ষে ঠিক একই ভাবে লক্ষ্য তাড়া করতে নেমে 94 রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন পান্ডে। এছাড়াও, ক্রিস লিন, বিসলা ও গৌতম গম্ভীরের নামে যথাক্রমে 93, 92 ও 90 রানের দুরন্ত ইনিংস রয়েছে। তবে আপাতত সেই সব ইনিংস পিছনে ফেলে নতুন রেকর্ডে নাম তুলেছেন নাইটদের এই প্রোটিয়া সতীর্থ।

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group