‘শুধু বাংলা বাকি, তাও দখল করব’ নির্বাচনের আগে হুঙ্কার অমিত শাহের

Published on:

Amit Shah

প্রীতি পোদ্দার, কলকাতা: এখনও প্রায় ১ বছর বাকি বিধানসভা ভোট নির্বাচনের। কিন্তু ইতিমধ্যেই ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। শাসকদল জনগণের ভোট আদায়ের তাগিদে একের পর এক প্রশাসনিক বৈঠক শুরু করেছে। তবে চুপ করে নেই অন্যতম বিরোধী দল বিজেপি (Amit Shah)। তারাও একের পর এক দলীয় বৈঠক করে চলেছে। আর মাঝেও তৃণমূল ও পদ্ম শিবিরের মধ্যে আক্রমণ ও প্রতি আক্রমণের পালা চলছে। এদিকে নির্বাচন নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিশ্বাস করেন বিজেপি এবার অন্তত ১৮০ আসন পাবে। যাকে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল শিবির। আর এই আবহেই বাংলা নিয়ে বিস্ফোরক দাবি করল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দিল্লি দখলে সফল বিজেপি

গতকাল অর্থাৎ বুধবার লোকসভা বৈঠক হয়। সেখানে ত্রিভুবন সহকারি ইউনিভার্সিটি বিলের উপর জবাবি ভাষণ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেই বিলের উপর জবাবি ভাষণের সময় তিনি দাবি করেন, “দেশের বহু রাজ্য এখন বিজেপির ক্ষমতায় এসেছে। কিছুদিন আগে রাজধানী দিল্লিও গেরুয়া শিবিরের আওতায় এসেছে। আর ক্ষমতা হতে পেতেই সেখানকার মানুষদের নানা সরকারি প্রকল্পের আয়োজন করেছে। এতদিন ধরে আপ জামানায় দিল্লিবাসী আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পেতেন না। কিন্তু এবার থেকে সেই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাবেন। অর্থাৎ সেখানকার প্রত্যেক সাধারণ মানুষ চিকিৎসা ক্ষেত্রে ৫ লাখ টাকার সুবিধা পাবেন।”

এবার টার্গেট পশ্চিমবঙ্গ

আর এই আবহেই এদিন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় এর সঙ্গে সামান্য তর্কাতর্কি হয়। আসলে এদিন যখন ত্রিভুবন সহকারি ইউনিভার্সিটি বিলের উপর আলোচনা চলছিল তখন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় অমিত শাহকে নিশানা করেন। সেই সময় আমূলের মত কো-অপারেটিভের স্বয়ংশাসিত ব্যবস্থা নষ্ট হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন শাহ। এছাড়াও অমিত শাহ বলেন, “দিল্লিতে বিজেপি ক্ষমতায় এসেছে। বাকি রয়েছে বাংলা। এবার আগামী বছর পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটবে। তখন সেই রাজ্যের মানুষও আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন।”

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ পাকিস্তানি সেনায় চরম বিক্ষোভ! আর্মি চীফ ইস্তফা না দিলে ভয়ঙ্কর পরিস্থিতি করার হুঁশিয়ারি

যদিও শাসকদল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর কথাকে একদমই গুরুত্ব দিতে রাজি নয়। এর আগে ২০২১ বিধানসভা নির্বাচনের আগেও অমিত শাহ একাধিকবার দাবি করেন যে বিজেপির বাংলা দখল এখন মাত্র সময়ের অপেক্ষা। সেই সময় তিনি বলেছিলেন রাজ্যে দু’শোর বেশি আসন পাওয়া যাবে। কিন্তু কার্যক্ষেত্রে ফলাফল সম্পূর্ণ উল্টো হল, একশোর ধারে কাছেও যেতে পারেনি গেরুয়া শিবির। তাই সেক্ষেত্রে শাসকদল তৃণমূল বলছে, সংসদে দাঁড়িয়ে শাহের করা ওই দাবির যে বিশেষ গুরুত্ব নেই সেটা আগের ফলাফলেই স্পষ্ট।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group