বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রথম ম্যাচে হারের যন্ত্রণা গতকাল কাটিয়ে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। RCB-র বিরুদ্ধে জয় নিশ্চিত হয়নি ঠিকই, তবে বুধবার অ্যাওয়ে ম্যাচে খেল দেখিয়েছে শাহরুখ খানের দল। গুয়াহাটির কঠিন ময়দানে দুরন্ত পারফর্ম করে ফের কামব্যাক করেছে কলকাতা নাইট রাইডার্স। 18 তম মরসুমে প্রথম জয়ের পরই প্রতিক্রিয়া জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) সেনাপতি অজিঙ্কা রাহানে।
বোলারদের প্রশংসায় পঞ্চমুখ রাহানে
বুধবার গুয়াহাটির বর্ষপাড়া স্টেডিয়ামে নাইট বোলারদের বোলিং যেন ছিল অগ্নিপিণ্ড। গতকাল রাজস্থানের বিপক্ষে যেভাবে দাপট দেখিয়েছেন বরুণ চক্রবর্তীরা, তাতে আপাতত কলকাতার বোলিং নিয়ে প্রশ্ন তোলার সাহস নেই কারোরই। এমতাবস্থায়, গতকাল রাতে ম্যাচ শেষে হাসিমুখে প্রতিক্রিয়া দিয়েছেন অধিনায়ক রাহানে।
এদিন একজন ব্যাটার হয়েও দলের বোলারদের প্রশংসা করেছেন তিনি। অজিঙ্কা বলেন, বোলাররাই প্রথম দিকে দুর্দান্ত পারফর্ম করে, জয়টা অনেকটাই সহজ করে দিয়েছে। আর সেজন্যই ব্যাটসম্যানদের পরিশ্রমটাও কমেছে। এই জয়ের পর আমরা প্রত্যেকেই খুব খুশি। আপাতত আগামী দিনের জন্য আত্মবিশ্বাস জমিয়ে রাখলাম।
এদিন নাইট বোলারদের প্রশংসা করতে গিয়ে সুনীল নারিনের অনুপস্থিতিতে মঈন আলি যেভাবে সুযোগ তৈরি করেছেন তা যথেষ্ট প্রশংসনীয় বলেই জানান রাহানে। সেই সাথেই, গতকালের ম্যাচে দলের জয়ের নেপথ্যে বরুন চক্রবর্তীদের বাহবা দিয়েছেন তিনি। একই সাথে KKR ভবিষ্যতে কোন দিকে এগোবে কার্যত তাঁর ইঙ্গিতও দিয়ে দিলেন রাহানে।
ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন রাহানে
বুধবার দলের সাফল্যে যথেষ্ট খুশি অধিনায়ক অজিঙ্কা। মরসুমের প্রথম সাফল্যের কারণ হিসেবে দলের বোলারদের অবদান স্মরণ করিয়ে এদিন কলকাতা নাইট রাইডার্সের আগামী দিনের পরিকল্পনা কেমন হবে সেই ইঙ্গিত দিয়েছিলেন রাহানে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধিনায়ক জানান, এই ধরনের ক্রিকেটে ভয়হীনভাবে খেলা প্রয়োজন।
অবশ্যই পড়ুন: কেমন আছে নারিন? আদৌ আর IPL খেলবেন? KKR তারকাকে নিয়ে বড় আপডেট
আর সেই কারণেই আগামী দিনে আগ্রাসী ব্যাটিং করবে KKR। ভোল বদলাবে নাইটরা। বুধবার, অধিনায়ক রাহানের বক্তব্যে একথা কিছুটা হলেও স্পষ্ট হয়েছে যে, আগামী ম্যাচগুলিতে KKR-কে আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা যাবে।