ছুটিতে কোপ! বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের, যদিও অখুশি নন কর্মীরা

Published on:

Financial Year Ending

প্রীতি পোদ্দার, কলকাতা: চলতি বছর মার্চ মাসের শেষের দিকে গাদা গুচ্ছের ছুটি দিয়েছে রাজ্য সরকার (Financial Year Ending)। কিছুদিন আগে দোল যাত্রা উপলক্ষে পর পর দুইদিন ছুটি দিয়েছে রাজ্য সরকার। তার উপর আজ আবার হরিচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষে ছুটি। তার উপর আবার ইদের জন্য আসছে দু’দিন ছুটি। কিন্তু এত ছুটির মাঝেও মুখে হাসি নেই সরকারি কর্মীদের। কারণ আর কদিন পরেই চলতি অর্থবর্ষ শেষ হতে চলেছে। আর এই আবহেই অর্থ দফতরের তরফ থেকে এক বড় বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

অর্থ দফতরের বিজ্ঞপ্তি!

সম্প্রতি রাজ্য সরকারের অর্থ দফতরের তরফে সমস্ত সরকারি কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় কাজ আগামী ২৯ মার্চ করতে হবে। এমনিতে অর্থবছরের শেষ দিন শনিবার তাই সেক্ষেত্রে খুব একটা অসুবিধার কথা নয়, কিন্তু রবিবার পড়লে বিভিন্ন দফতরের অর্থ বিভাগগুলিকে তখন অতিরিক্ত কাজ করতে হত। যদিও গত কয়েক বছরে রাজ্য সরকার অনলাইনে যাবতীয় আর্থিক লেনদেনের বন্দোবস্ত করেছে। তাই অসুবিধা হলে কোনো সরকারি কর্মী এই কাজ অনলাইনেও করে নিতে পারবে। সেক্ষেত্রে কেউ ছুটির অজুহাত দিয়ে কাজে ফাঁকি দিতে পারবে না।

সময়সীমা বেঁধে দিল সরকার

রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই সরকারি কর্মীদের অনলাইনে কাজ করার সময়সীমা বেঁধে দিয়েছে। বলা হয়েছে যে সকল কর্মচারী অনলাইনের মাধ্যমে কাজ করতে চায় তাঁরা আগামী ৩১ মার্চ রাত বারোটা পর্যন্ত এই আর্থিক লেনদেন সংক্রান্ত কাজকর্ম করতে পারবে। অফলাইনেও সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যে, আগামীকাল অর্থাৎ ২৮ মার্চ, শুক্রবার বিকেল চারটের মধ্যে আর্থিক সংক্রান্ত বিষয়ের যাবতীয় কাজকর্ম সেরে ফেলতে হবে। যেহেতু আগামী সোম এবং মঙ্গলবার ইদ উৎসবের কারণে ছুটি রয়েছে, তাই নতুন অর্থবর্ষের কাজ শুরু হবে ২ এপ্রিল থেকে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কী বলছেন আধিকারিকরা?

এই প্রসঙ্গে অর্থ দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ছুটির কারণে বেশ কিছু কাজে অসুবিধা হতে পারে। সেই কারণেই রাজ্য সরকারের তরফে আগামী শনিবার অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাই দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নিজেদের দায়িত্ব নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতেই হবে কারণ এর সঙ্গে রাজ্যের উন্নয়নের অর্থ সংক্রান্ত বিষয় জড়িত আছে।

আরও পড়ুনঃ ফ্রিতে ৩৫০ TV চ্যানেল সহ Netflix, Amazon! ২০০০ শহরে IPTV সার্ভিস শুরু করল Airtel

অন্যদিকে ২০২৪-২৫ অর্থবর্ষের শেষ দিন যেহেতু আগামী ৩১ মার্চ, তাই এই দিনে ব্যাঙ্ক কর্মীদের কোনো ছুটি নির্ধারণ করেনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কারণ এদিন সমস্ত লেনদেন, সমস্ত ফিনান্সিয়াল রিপোর্টিং সমাপ্ত করতে হবে। তাই এই দিনে ব্যাঙ্ক খোলা থাকবে। যদিও এদিন সারা দেশে ইদ-উল-ফিতরের জন্য জাতীয় ছুটি রয়েছে, তবে ব্যাঙ্ককর্মীদের এদিন কোনও ছুটি নেই।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group