মাত্র 4 লাখে নতুন Maruti Alto 800! ফিচার ও মাইলেজ দেখলে চমকে উঠবেন

Published on:

Maruti Alto 800

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের বাজারে Maruti Alto 800 নামটা শুনলেই যেন বাজেটের মধ্যে থাকা নির্ভরযোগ্য গাড়ির কথা মাথায় আসে। বহু বছর ধরেই এই গাড়িটি দেশের অন্যতম জনপ্রিয় এক এন্ট্রি-লেভেল কার হিসেবে পরিচিত। আর এবার 2025 সালে সম্পূর্ণ নতুন আপডেটেড মডেল নিয়ে হাজির হয়েছে Maruti Alto। জানা যাচ্ছে, নতুন Alto 800 মডেলটি আগের চেয়েও বেশি স্টাইলিশ, ফুয়েল-এফিশিয়েন্ট এবং সুরক্ষিত। তাই যদি আপনি কম বাজেটের মধ্যে ভালো মাইলেজের একটি গাড়ি খুঁজে থাকেন, তাহলে Maruti Alto 800 হতে পারে আপনার জন্য সেরা বিকল্প।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

নতুন Maruti Alto 800-এর ডিজাইন এবং ফিচার

নতুন Alto 800 গাড়িটির ডিজাইনে বড়সড় পরিবর্তন এসেছে। নতুন গ্রিল, LED DRL এবং রিডিজাইনড বাম্পার এই গাড়িটিকে আরো আগের তুলনায় স্টাইলিশ করে তুলেছে। শুধু বাইরের লুক নয়, বরং ইন্টেরিয়ারেও এসেছে বড়সড় পরিবর্তন। গাড়িটির ভিতরে দেওয়া রয়েছে প্রিমিয়াম কুশনড সিট কভার, টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং উন্নত ড্যাশবোর্ড ডিজাইন। এই সমস্ত আপডেট গাড়িটিকে আরো আধুনিক এবং আরামদায়ক করে তুলেছে। পাশাপাশি গাড়িটিতে কম্প্যাক্ট স্টাইল বজায় রাখা হয়েছে, যাতে শহরের রাস্তায় খুব সহজে চালানো যায়।

Alto 800-এর ইঞ্জিন এবং পারফরম্যান্স

নতুন Alto 800-তে আগের মতই 796cc, 3-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন দেওয়া রয়েছে, যা 48bhp পাওয়ার এবং 69Nm টর্ক উৎপন্ন করবে। তবে এক্ষেত্রে বলে রাখি, BS6 ফেজ-2 এমিশন নর্মস অনুসারে এই গাড়িটিকে আরও পরিবেশবান্ধব করে তোলা হয়েছে। পাশাপাশি ফুয়েল এফিশিয়েন্সি আরো উন্নত করা হয়েছে। এখন এই গাড়িটি মাইলেজ দেবে প্রতি লিটারে 22 থেকে 24 কিলোমিটার। এর সাথে 5-স্পিড ম্যানুয়াল এবং 5-স্পিড AMT গিয়ার বক্সের অপশনে দেওয়া রয়েছে, যা শহরের ট্রাফিকে ড্রাইভিং আরো সহজ করে তুলবে। 

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

Alto 800-এর সেফটি ফিচার

আগের মডেলগুলি তুলনায় নতুন Alto 800-তে বেশ কয়েকটি উন্নতমানের নিরাপত্তা ব্যবস্থা যোগ করা হয়েছে। গাড়িটিতে রয়েছে একটি ডুয়াল ব্যাগ। এছাড়া ABS (অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম), EBD (ইলেকট্রনিক ব্রেকফোর্স ডিস্ট্রিবিউশন), রিয়ার পার্কিং সেন্সর এবং সিট-বেল্ট রিমাইন্ডারের মত প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এই সমস্ত সুরক্ষা ফিচারের মাধ্যমে গাড়িটিকে শুধু সাশ্রয়ই নয়, বরং নিরাপত্তার দিক থেকেও এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে। 

আরও পড়ুনঃ সেমির আগে তারকা প্লেয়ারকে নিয়ে মাথায় আকাশ ভেঙে পড়ল মোহনবাগানের

Alto 800-এর দাম এবং লঞ্চের তারিখ

বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে, নতুন Alto 800-এর মূল্য হতে পারে মাত্র 4 লক্ষ টাকা থেকে 6 লক্ষ টাকার মধ্যে। এই গাড়িটি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে Hyundai Santro, Tata Tigor ও Renault Kwid-এর মতো গাড়িগুলির সাথে। সুত্র বলছে, গাড়িটির 2025 সালের জুন মাস নাগাদ বাজারে আসার সম্ভাবনা রয়েছে। তাই যদি বাজেটের মধ্যে একটি গাড়ি কেনার পরিকল্পনা মাথায় আনেন, তাহলে জুন মাস পর্যন্ত অপেক্ষা করতে পারেন। কারণ এটি হতে পারে বাজেটের মধ্যে সেরা বিকল্প।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group