এপ্রিলে একাধিক দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, আগেভাগেই দেখে নিন RBI-র ছুটির তালিকা

Published on:

Bank Holiday

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: বাকি আর মাত্র কয়েকটা দিন। আর তারপরেই শেষ হতে চলেছে মার্চ মাস। শুরু হতে চলেছে এপ্রিল মাস। এদিকে মার্চ মাস শেষ হওয়ার মধ্যে দিয়েই চলতি অর্থবর্ষ শেষ হতে চলেছে। এবং এপ্রিল মাস থেকেই শুরু হতে চলেছে নয়া আর্থিক বছর (Bank Holiday)। এই আবহে নতুন মাস পড়া মানেই ক্যালেন্ডারের পাতায় নজর রাখা যে কবে কোন দিন ছুটি পড়ছে। আর এই আবহে সম্প্রতি এপ্রিলে ব্যাঙ্ক ছুটির তালিকা প্রকাশ্যে এনেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। চলুন সম্পূর্ণটা বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের মাধ্যমে।

বরাবর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মাসে ছুটি দেওয়ার ক্ষেত্রে তিনটি নিয়ম পালন করে। আর এই তিনটি নিয়ম হল, ‘হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট’, ‘হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট’ এবং ‘রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট হলিডে’। এবারেও তার ব্যতিক্রম হয়নি। এদিকে কম বেশি প্রায়ই ব্যাঙ্কের কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য যেতে হয়। কিন্তু ব্যাঙ্ক ছুটির তালিকা না জেনেই অনেকেই ব্যাঙ্কে গিয়ে বিভ্রান্তিতে পরে। তাই কবে কোনদিন এপ্রিল মাসে ব্যাঙ্ক খোলা থাকবে সেই বিষয়ে সম্পূর্ণ তালিকা জেনে নেওয়া আগেই ভালো।

প্রকাশ করা হয়েছে ছুটির তালিকা

সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই এপ্রিল মাসের যে ব্যাঙ্ক ছুটির তালিকা দিয়েছে তাতে দেখা গিয়েছে এপ্রিলে মোট ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে ব্যাঙ্ক প্রতিষ্ঠান বা সংস্থা বন্ধ থাকলেও কোনো আফসোস নেই। কারণ সেই সময় অনবরত চলতে থাকবে নেট ব্যাঙ্কিং ব্যবস্থা। মোবাইল ব্যাঙ্কিং বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের সাহায্যে টাকা ট্রান্সফার করে নিতে পারবেন। এছাড়াও আপনি এটিএম থেকেও টাকা তুলতে পারবেন কিন্তু ব্যাঙ্কের শাখায় গিয়ে ব্যাঙ্ক সম্পর্কিত কোনও কাজ করতে পারবেন না। চলুন একনজরে দেখে নেওয়া যাক তালিকাগুলি।

কবে কবে এপ্রিলে ছুটি থাকছে?

১ এপ্রিল, ২০২৫ মঙ্গলবার নয়া আর্থিক বছরের প্রথম দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৬ এপ্রিল রামনবমীর কারণে এদিন ব্যাঙ্ক ছুটি থাকবে। এছাড়াও এদিন রবিবার পড়ায় সারা দেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১০ এপ্রিল, বৃহস্পতিবার, মহাবীরের জন্মদিন হওয়ায় সরকারি ছুটি থাকবে। ১২ এপ্রিল মাসের দ্বিতীয় শনিবার হওয়ার কারণে দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৩ এপ্রিল রবিবার হওয়ায় সারা দেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৪ এপ্রিল সোমবার ভীমরাও আম্বেদকরের জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৫ এপ্রিল, মঙ্গলবার নববর্ষ উপলক্ষে ইটানগর, সিমলা, আগরতলা, কলকাতা এবং গুয়াহাটিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আরও পড়ুনঃ ৩ দিন স্কুল, ৩ দিন ট্রেনে হকারি! সংসারের হাল ধরতে কোমর বেঁধে ব্যবসা করছে বছর ১২-র বিক্রম

এছাড়াও ১৬ এপ্রিল বুধবার বোহাগ বিহু, থাকার কারণে গুয়াহাটির সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৮ এপ্রিল শুক্রবার গুড ফ্রাইডে, তাই ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২০ এপ্রিল রবিবার সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২১ এপ্রিল সোমবার আগরতলায় গড়িয়া পূজা অনুষ্ঠিত হবে, যার কারণে এখানে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৬ এপ্রিল এই দিনটি মাসের চতুর্থ শনিবার, যার কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৭ এপ্রিল রবিবার ছুটির কারণে সারা দেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে ২৯ এপ্রিল, মঙ্গলবার ভগবান শ্রী পরশুরাম জয়ন্তীর কারণে এই দিনে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এবং ৩০ এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়া এবং বাসভ জয়ন্তীর কারণে বেঙ্গালুরুতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥