শ্বেতা মিত্র, কলকাতা: কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employee) জন্য আরও বড় খবর। কবে ডিএ (DA) বৃদ্ধির ঘোষণা হবে সেই নিয়ে এখন সকলেই প্রশ্ন তুলছেন। কারণ আগে যতবার ঘোষণা হয়েছে হোলির আগেই হয়েছে। কিন্তু এবারে হোলির আগে বা পরে এখনো অবধি কিছু ঘোষণা করা হয়নি। ফলে প্রশ্ন উঠছে, কবে ঘোষণা হবে? আদৌ ঘোষণা হবে কিনা সেটা। তবে এরই মাঝে সরকারী কর্মীদের জন্য রইল বড় আপডেট। আজ কথা হচ্ছে ইউনিফায়েড পেনশন স্কিম বা UPS নিয়ে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১ এপ্রিল থেকে এই নতুন পেনশন স্কিম চালু হচ্ছে। কিন্তু এসবের মাঝেই আরও একটি বড় আপডেট সামনে এসেছে যা সরকারি কর্মীদের জেনে নেওয়া জরুরি।
নতুন প্রকল্প নতুন শর্ত
আসলে, কেন্দ্রীয় সরকারের ইন্টিগ্রেটেড পেনশন স্কিম (UPS) ১ এপ্রিল থেকে চালু হতে চলেছে। কেন্দ্রীয় কর্মচারীরা ৩০ জুন ২০২৫ পর্যন্ত এই স্কিমে যোগ দিতে পারবেন। এই স্কিমে কিছু গুরুত্বপূর্ণ শর্তও রয়েছে। এই প্রকল্পের অধীনে, অবসর গ্রহণের ১২ মাসের আগে প্রাপ্ত গড় মূল বেতনের ৫০ শতাংশ নিশ্চিত পেনশন হিসেবে দেওয়ার বিধান রয়েছে। ইউপিএস-এ নথিভুক্তির বিকল্পটি ১ এপ্রিল, ২০২৫ থেকে তিন মাসের মধ্যে ব্যবহার করতে হবে। একবার নির্বাচিত হলে, সিদ্ধান্তটি চূড়ান্ত বলে বিবেচিত হবে এবং প্রত্যাহার করা যাবে না।
কর্মচারীর অপসারণ বা চাকরির অবসান বা পদত্যাগের ক্ষেত্রে UPS বা নিশ্চিত বেতন বিকল্পটি উপলব্ধ থাকবে না। আমরা আপনাকে বলি যে ২৩ লক্ষ সরকারি কর্মচারী ইউপিএস এবং এনপিএসের মধ্যে একটি বেছে নেওয়ার বিকল্প পাবেন। উল্লেখ্য, NPS ১ জানুয়ারি, ২০০৪ সালে বাস্তবায়িত হয়েছিল।
আরও পড়ুনঃ সোনার দামে ছ্যাকা, সুখবর শোনাচ্ছে রুপো! দেখুন আজকের রেট
কারা যোগ্য?
ইউপিএসের অধীনে তালিকাভুক্তির জন্য তিন শ্রেণীর কেন্দ্রীয় সরকারি কর্মচারী যোগ্য হবেন। যেমন…
১) বর্তমান কেন্দ্রীয় সরকারি কর্মচারী যারা ১ এপ্রিল, ২০২৫ তারিখে চাকরিতে আছেন এবং ইতিমধ্যেই জাতীয় পেনশন ব্যবস্থার (NPS) আওতাভুক্ত।
২) ১ এপ্রিল, ২০২৫ তারিখে বা তার পরে কেন্দ্রীয় সরকারি চাকরিতে যোগদানকারী নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারী।
৩) কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যারা NPS-এর আওতায় ছিলেন কিন্তু ৩১ মার্চ, ২০২৫ তারিখে বা তার আগে অবসর গ্রহণ করেছেন। এছাড়াও, অবসরপ্রাপ্ত কর্মচারীরাও VRS-এর আওতায় সুবিধা পেতে পারবেন।
৪) কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এই সমস্ত শ্রেণীর জন্য তালিকাভুক্তি এবং দাবির ফর্ম ১ এপ্রিল, ২০২৫ থেকে প্রোটিন সিআরএ ওয়েবসাইটে অনলাইনে পাওয়া যাবে। কর্মচারীদের ফর্মটি সশরীরে জমা দেওয়ার বিকল্পও রয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |