ইদের আগে ধামাকা অফার Jio-র, কোটি কোটি গ্রাহকের রিচার্জের চিন্তা হল দূর

Published on:

Jio recharge plan

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি প্রতিদিন প্রচুর পরিমাণে ইন্টারনেট ব্যবহার করেন? কিংবা এমন কোন রিচার্জ প্ল্যান খুঁজছেন, যেখানে বেশি দিন ভ্যালিডিটি পাবেন? তাহলে Jio এর 98 দিনের একটি রিচার্জ প্ল্যান হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। রিলায়েন্স Jio তাদের কোটি কোটি গ্রাহকদের জন্য দীর্ঘমেয়াদী ভ্যালিডিটি এবং প্রচুর পরিমাণে ডেটার সুবিধা প্রদান করছে এই প্ল্যানে। 

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

শুধু তাই নয়, এটি একটি সাশ্রয়ী মুল্যের রিচার্জ প্ল্যান। এই প্ল্যানে মিলবে প্রতিদিন 2GB করে হাইস্পিড ডেটা, সাথে আনলিমিটেড কলিং এবং বিনামূল্যে বিভিন্ন সুবিধা। পাশাপাশি এখানে আপনি 5G আনলিমিটেড ইন্টারনেটও ব্যবহার করতে পারবেন। চলুন এই প্ল্যানটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

98 দিনের এই প্ল্যানে কী কী সুবিধা মিলবে?

প্রথমেই জানিয়ে রাখি, এই প্ল্যানটির মূল্য মাত্র 999 টাকা, যেখানে ভ্যালিডিটি পাওয়া যাবে 98 দিন। সুবিধা বলতে গেলে, প্রতিদিন 2GB করে হাইস্পিড ডেটা মিলবে। হিসাব করলে মোট 196GB ডেটা পাওয়া যাবে। পাশাপাশি যেকোন নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধা মিলবে এবং প্রতিদিন 100টি করে ফ্রি SMS করতে পারবেন। এর পাশাপাশি আপনার যদি 5G ফোন থাকে, তাহলে আনলিমিটেড ডেটার সুবিধাও পাবেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এছাড়া অতিরিক্ত সুবিধা হিসেবে Jio TV ওJio AI Cloud এর অ্যাক্সেস পাওয়া যাবে। এই রিচার্জ প্ল্যানটি বিশেষভাবে সেই সমস্ত গ্রাহকদের জন্য উপযুক্ত, যারা প্রতিদিন বেশি পরিমাণে ইন্টারনেট ব্যবহার করেন, কলিং এর সুবিধা পেতে চান এবং প্রতিমাসে রিচার্জের ঝামেলা এড়াতে চান।

আরও পড়ুনঃ Truecaller-র দিন শেষ, এবার ফোন এলেই দেখাবে আসল নাম! নতুন পরিষেবা Jio, Airtel এর

IPL প্রেমীদের জন্য বিশেষ সুবিধা

বর্তমানে চলছে IPL এর মেগা মরসুম। আর Jio নিয়ে এসেছে JioHotstar ফ্রি সাবক্রিপশন। এবার থেকে আপনি IPL-এর সমস্ত ম্যাচ 4K কোয়ালিটিতে উপভোগ করতে পারবেন স্বল্পমূল্যের কিছু রিচার্জ প্ল্যানে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। IPL দেখার জন্য JioHotstar এর ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে কিছু রিচার্জ প্ল্যানের সাথে। যেমন-

299 টাকা রিচার্জ করলে আপনাকে 28 দিনের জন্য প্রতিদিন 1.5GB করে ডেটা দেওয়া হবে এবং সাথে 90 দিনের JioHotstar সাবস্ক্রিপশন দেওয়া হবে।

349 টাকা রিচার্জ করলে আপনাকে 28 দিনের জন্য প্রতিদিন 2GB করে ডেটা দেওয়া হবে এবং সাথে 90 দিনের JioHotstar সাবস্ক্রিপশন দেওয়া হবে। 

899 টাকা রিচার্জ করলে আপনাকে 84 দিনের জন্য প্রতিদিন 2GB করে ডেটা দেওয়া হবে এবং সাথে 90 দিনের JioHotstar সাবস্ক্রিপশন দেওয়া হবে।

999 টাকা রিচার্জ করলে আপনাকে 98 দিনের জন্য প্রতিদিন 2GB করে ডেটা দেওয়া হবে এবং সাথে 90 দিনের JioHotstar সাবস্ক্রিপশন দেওয়া হবে।

পাশাপাশি আপনি Jio TV ও Jio AI Cloud স্টোরেজের সুবিধা পাবেন, যেখানে আপনি দরকারি ফাইল সংরক্ষণ করে রাখতে পারেন এবং যেকোনো সময় তার অ্যাক্সেস পাবেন।

গ্রাহকদের জন্য সেরা এই অফার

যারা দীর্ঘমেয়াদী রিচার্জ প্ল্যান চান এবং প্রতিদিন অতিরিক্ত পরিমাণে ডেটা ব্যবহার করতে চান, তাদের জন্য Jio এর 98 দিনের এই রিচার্জ প্ল্যানটি হতে পারে একদম নিঃসন্দেহে সেরা বিকল্প। কারণ এই নতুন প্ল্যানে Jio গ্রাহকদের আর বারবার রিচার্জ করার ঝামেলা পোহাতে হবে না। বরং একবার রিচার্জ করলেই তিন মাসের জন্য নিশ্চিন্তে সবকিছু উপভোগ করতে পারবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group