পরপর দু ম্যাচে বল করেনি! চোটে ভুগছেন KKR অলরাউন্ডার? রাসেলকে নিয়ে মুখ খুললেন রাহানে

Published on:

Why is Andre Russell not bowling? Kolkata Knight Riders captain Rahane answers

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘরের মাঠে হেরে রাজস্থানের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ভাগ্য খুলেছে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)। গুয়াহাটির বর্ষপাড়া স্টেডিয়ামের রণক্ষেত্রে খেল দেখিয়েছেন KKR-এর বোলিং বিভাগের প্রত্যকেই। বরুণ চক্রবর্তী থেকে শুরু করে স্পেন্সর জনসন, রিয়ান পরাগদের বিরুদ্ধে খাতা খোলার সুযোগ হয়েছে সকলেরই।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

তবে যাঁর পারফরমেন্সের জন্য হাপিত্যেশ করে বসে থাকেন নাইট ভক্তরা, সেই ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেলকে RR-এর ম্যাচে বল হাতে দেখা যায়নি। আর এই ঘটনার পরই প্রশ্ন উঠছে, কেন রাসেলকে বল করতে দেওয়া হল না? নেপথ্যে কি কোনও গোপন চোট? উত্তর দিয়েছেন খোদ অধিনায়ক অজিঙ্কা রাহানে।

রাজস্থানের ম্যাচে উইকেট ভাগাভাগি করে নিয়েছেন নাইটরা

বুধবার গুয়াহাটির ময়দানে রাজস্থান রয়্যালসকে লাল চোখ দেখিয়েছে নাইট বোলাররা। প্রথমবারের জন্য একাদশে আসা অলরাউন্ডার মঈন আলি থেকে শুরু করে বরুণ চক্রবর্তী, স্পেন্সর জনসন, বৈভব আরোরা, হর্ষিত রানা সকলেই উইকেট তুলে খাতায় সংখ্যা যোগ করেছেন। এদিন স্পেন্সর জনসন 1টি উইকেট তুললেও বাকিরা বল হাতে জোড়া সাফল্য পেয়েছেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, গোটা ম্যাচে এক ওভারও বল করতে দেখা যায়নি রাসেলকে। বলে রাখি, RCB-র বিপক্ষে লিগের উদ্বোধনী ম্যাচেও বল হাতে দেখা মেলেনি রাসেলের। আর এরপরই দুয়ে দুয়ে চার করে ফেলেছেন সমর্থকরা। নাইট ভক্তদের একটা বড় অংশ মনে করছেন, সম্ভবত কোনও গোপন চটের কারণে রাসেলকে বল করতে দিচ্ছে না নাইট ম্যানেজমেন্ট। ব্যাপারটি কি সত্যিই তেমন? জানালেন অধিনায়ক নিজেই।

অবশ্যই পড়ুন: IPL 2025-এ একাধিক চমক! ঈশানের অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নিল পুরান, কে পেল বেগুনি টুপি?

কেন রাসেলকে দিয়ে বোলিং করানো হচ্ছে না?

KKR সমর্থকরা ধরেই নিয়েছেন, চোটের কারণেই রাসেলকে বল করতে দিচ্ছে না ম্যানেজমেন্ট। ফলত, জল্পনা বেড়েছে আন্দ্রের চোট নিয়ে। তবে রাজস্থানের বিরুদ্ধে জয়ের পর সেই জল্পনা উড়িয়ে দিলেন অধিনায়ক রাহানে। এদিন ম্যাচ শেষে নাইটদের সেনাপতি বলেন, অলরাউন্ডার আন্দ্রে রাসেল বোলিং করার জন্য পুরোপুরি তৈরি। ও সম্পূর্ণ ফিট আছে।

কিন্তু আমরা এখনই সব অস্ত্র একসাথে প্রয়োগ করতে চাইছি না। রাহানের এমন মন্তব্যের পরই, নাইট তারকাকে নিয়ে ধরে প্রাণ এসেছে সমর্থকদের। তবে মুম্বইয়ের বিরুদ্ধে ক্যারিবিয়ান তারকাকে বল হাতে উইকেট দখল করতে দেখা যাবে কিনা, তা নিয়ে তা সংশয়টা রয়েই গেল।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group