প্রীতি পোদ্দার, কলকাতা: এখনও ঢের দেরি বৈশাখের। তার আগেই হালকা মেজাজে গরম (Weather Update) ঘোর পাক খাচ্ছে সকলের দ্বারে দ্বারে। তবে এখনও কিন্তু সম্পূর্ণ গরমের ‘খেলা’ শুরু হয়নি। আরও ব্যাপক হারে পারদ চড়তে চলেছে রাজ্য জুড়ে। জানা গিয়েছে এখন যা তাপমাত্রা তা আরও বাড়বে আগামী ৩ দিনে। প্রায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রার পারদ, এমনই আবহাওয়ায় পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।
যদিও চৈত্রের শুরু থেকেই বসন্তের আমেজকে দূরে থেকে দিয়ে রীতিমত রঙ জমাচ্ছিল গরম। তাও আবার গত সপ্তাহে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প রাজ্যে ঢুকে কয়েক দিনের স্বস্তি এনে দিয়েছিল। উত্তর থেকে দক্ষিণে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হয়ে তাপমাত্রা অনেকটাই কমিয়ে দিয়েছিল। কিন্তু তার পর আবার তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আপাতত রাজ্যে বৃষ্টির অনুকূল কোনো পরিস্থিতি নেই বলে জানাচ্ছেন আবহবিদেরা। চলুন একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ শনিবার, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্র আবহাওয়া থাকবে শুকনো এবং গরম। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা থাকবে অন্তত চার ডিগ্রি উপরে। অন্যদিকে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে। এই জেলাগুলিতে রীতিমতো উষ্ণ আবহাওয়া থাকবে ইদের দিনেও। তার উপর সপ্তাহান্তে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।
আরও পড়ুনঃ পরপর দু ম্যাচে বল করেনি! চোটে ভুগছেন KKR অলরাউন্ডার? রাসেলকে নিয়ে মুখ খুললেন রাহানে
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণের মত উত্তরেও বাড়বে গরম। তবে আপাতত সেই সকল জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সবমিলিয়ে মোট চারটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পঙে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আজ থেকেই। যা চলবে আগামী রবিবার পর্যন্ত। এ ছাড়া, আগামীকাল জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি হতে পারে। তবে উত্তরের আর কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সেখানেও আগামী ২৪ ঘণ্টায় সব জেলাতেই তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে।