সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) দায়িত্ব থেকে সরে যাবেন? ২০২৯-র পর কি প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করবেন, নাকি বিজেপির বয়সবিধি নীতি অনুযায়ী ৭৫ বছর পার করলে তাকে সরে যেতে হবে? সম্প্রতি শিবসেনার নেতা সঞ্জয় রাউত দাবি করেছেন যে, নরেন্দ্র মোদী RSS দপ্তরে গিয়েছিলেন তার যোগ্য উত্তরসূরী নিয়ে আলোচনা করতে। যদিও মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ এই দাবি ভিত্তিহীন বলেই উড়িয়ে দিয়েছেন। তবু রাজনৈতিক মহলে এই চর্চা এখন তুঙ্গে।
বিজেপির বয়সবিধির নীতি কি মোদীর উপর প্রভাব ফেলবে?
বিজেপি অনেক আগে থেকেই একটি নিয়ম মেনে আসছে। তা হল ৭৫ বছর বয়স পার করলে গুরুত্বপূর্ণ পদ এবং সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হবে। আর এই নীতি মেনেই একসময় লালকৃষ্ণ আডবানি, মুরলি মনোহর যোশী, সুমিত্রা মহাজনদের দায়িত্ব থেকে হটিয়ে দেওয়া হয়েছিল। এখন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, সেপ্টেম্বরের মধ্যে যখন মোদী ৭৫ ছুঁয়ে ফেলবেন, তখন কি তিনি এই বয়সবিধির নিয়মের আওতায় পড়বেন?
তবে দেবেন্দ্র ফড়ণবিশ দাবি করছেন, এরকম কোন নিয়ম নেই। ২০২৯ সালেও মোদী বিজেপির প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবেন। কিন্তু তবুও রাজনৈতিক মহলে এই বিষয়ে একটি কিন্তু থেকে যাচ্ছে।
মোদী ছাড়া কী বিজেপি জিততে পারবে?
বিগত ১০ বছরের অভিজ্ঞতা অনুযায়ী, নরেন্দ্র মোদী বিজেপির সবথেকে পরিচিত মুখ। কিন্তু ২০১৯ সালের পর বিভিন্ন নির্বাচনে দেখা গিয়েছে বিজেপি শুধুমাত্র মোদীর জনপ্রিয়তার উপর নির্ভর না করেও জিততে পেরেছে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, হরিয়ানা বিধানসভা নির্বাচন ২০২৪। যেখানে মোদী সরাসরি প্রচারে বেশি একটা সক্রিয় ছিল না। তবুও সেখানে বিজেপি জিতেছে। তবে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ৭৫ বছরে পেরোনোর পর মোদী প্রধানমন্ত্রী থাকলে তাকে আবারো জল্পনার মধ্য দিয়ে যেতে হবে।
মোদী সরে গেলে কে হবেন উত্তরসূরী?
যদি ২০২৫ সালের পর মোদী সরে যান, তাহলে কে হতে পারেন তার যোগ্য উত্তরসূরী? এক সমীক্ষায় দেখা গিয়েছে, জনতার পছন্দের তালিকায় প্রথম দুটি নাম। তারা হলেন অমিত শাহ এবং যোগী আদিত্যনাথ। প্রথমত, মোদির ঘনিষ্ঠ, বিজেপির বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং হিন্দুত্বের অন্যতম মুখ অমিত শাহ। দ্বিতীয়ত, যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, বিজেপির অন্যতম আগ্রাসী হিন্দুবাদী নেতা। এছাড়াও আলোচনায় রয়েছেন রাজনাথ সিংহ, নীতিন গডকরি এবং শিবরাজ সিং চৌহান।
তবে এই মুহূর্তে মোদির সরে যাওয়ার বিষয়ে বিজেপি এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা সামনে আনেনি। তবে ২০২৫ সালের পর তিনি দায়িত্বে থাকবেন কিনা সেটা সময়ই বলে দেবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |