কল্যাণীর পর এবার ভয়াবহ বিস্ফোরণ পাথরপ্রতিমায়! পরিবারের ৪ শিশু-সহ মৃত্যু ৮ জনের

Published on:

Patharpratima

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটল দক্ষিণ ২৪ পরগনায়। খাদিকুল, দত্তপুকুর, চম্পাহাটি এবং কল্যাণীর পর এবার বিস্ফোরণের শিকার হল পাথরপ্রতিমা (Patharpratima)! গতকাল অর্থাৎ সোমবার রাতে এই ভয়ংকর ঘটনায় পুড়ে মারা গিয়েছে ৩ শিশু-সহ একই পরিবারের আটজন। বাজি তৈরির লাইসেন্স থাকা সত্ত্বেও কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন।

ঘটনাটি কী?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার রায়পুর তৃতীয়ঘেরিতে চন্দ্রকান্ত বণিক পরিবারে মোট ১১ জন সদস্য ছিল। দীর্ঘ দিন ধরেই এই পরিবার বাজি বানানোর ব্যবসায় যুক্ত থেকে আসছে। যদিও তাঁদের বাজি বানানোর লাইসেন্সও ছিল। ফাঁকা মাঠে বাজি তৈরি করা হত। আর এসবের মাঝেই ঘটে গেল ভয়ংকর বিপদ। বাড়িতে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হওয়া থেকে শুরু করে মজুত বাজিতে হঠাৎ করে দাউ দাউ করে আগুন লেগে যায়। পর পর বিস্ফোরণের আওয়াজে আসে পাশের স্থানীয়রা ঘর ছেড়ে বেরিয়ে আসে। ঘটনায় ৪ শিশু-সহ ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে পরিবারের এখনও তিনজনের খোঁজ পাওয়া যায়নি।

স্থানীয়দের অভিযোগ!

বিস্ফোরণের ঘটনার পর সেখানকার এক স্থানীয় বাসিন্দা বলেন, “রাত ৮টা-সাড়ে ৮টা নাগাদ হঠাৎ দেখলাম সব বাজি একসঙ্গে ফেটে উঠছে। কিসের আওয়াজ তা বাইরে বেরিয়ে দেখতেই অবাক হয়ে যাই। এসে দেখি লোকে লোকারণ্য।” অন্যদিকে স্থানীয় আরও এক বাসিন্দার কথায়, “আমাদের যেটা শোনা, এরা ব্যবসা করত ১০ বছর আগে থেকে। লাইসেন্সভুক্ত আছে। স্টোর করেছিল। বাড়ি থেকে কিছু সাপ্লাইয়ের জন্য স্টোর করেছিল। হয়ত কোনওভাবে আগুন লেগে বিস্ফোরণ ঘটে গিয়েছে।”

পুলিশ সূত্রের খবর বণিক পরিবারের বাজি বিস্ফোরণে যে সকল সদস্যের মৃত্যু হয়েছে তারা হলেন ভাই তুষার ও চন্দ্রকান্ত বণিকের বাবা অরবিন্দ বণিক (৬৫), ঠাকুমা প্রভাবতী বণিক (৮০), চন্দ্রকান্তের দুই সন্তান একজনের বয়স (৯), আরেকজনের (৮ মাস), তুষারের দুই সন্তান একজনের বয়স (৬), আরেকজনের (৬ মাস), চন্দ্রকান্তের স্ত্রী সান্ত্বনা বণিকের (২৮) মৃত্যু হয়েছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আরও পড়ুনঃ ৫০ হাজার টাকা বিনিয়োগে ম্যাচুরিটিতে পান ৩৬ লক্ষ! দারুণ স্কিম পোস্ট অফিসের

জানা গিয়েছে, তীব্র বিস্ফোরণে দোতলার পুরো বাড়ি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অনেকক্ষণ ধরেই আগুন জ্বলছিল বাড়িতে। কিন্তু ঘটনাস্থল থেকে দমকল অনেকটা দূরে থাকায় দমকল আসতে দেরি করছিল বলে অভিযোগ। যদিও তার আগেই স্থানীয়দের সাহায্যের জন্য আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে শুধু আতসবাজি নয়, বাসন্তী পুজোর জন্য বাড়িতে প্রচুর পরিমাণে শব্দ বাজি মজুত করা ছিল। আর তাতেই স্থানীয়রা প্রশ্ন তুলছে যে জনবহুল এলাকায় একটি বাড়িতে কী করে শব্দবাজি মজুত রাখা যায়। ইতিমধ্যেই সেখানকার পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥