শ্বেতা মিত্র, কলকাতা: টানা ভ্যাপসা গরম থেকে মুক্তি। একপ্রকার ম্যাজিকের মতো বদলে যেতে চলেছে বাংলার আবহাওয়া (Weather Today)। ইতিমধ্যে দহনজ্বালা থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন বাংলার মানুষ। কমেছে পারদ। আজ বুধবার সকাল থেকেই কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ। যাইহোক, আজ থেকেই জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। ফলে আপনারও যদি আজ বাড়ি থেকে বেরোনোর প্ল্যান হয়ে থাকে তাহলে ছাতা সঙ্গে রাখতে কিন্তু ভুলবেন না।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই জেনে নেওয়া যাক আজ দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আজ মূলত দক্ষিণবঙ্গের ৩ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই জেলাগুলি হল ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়াও বইবে।
হাওয়া অফিসে রিপোর্ট অনুযায়, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে স্থলভাগে। স্থলভাগের গরম বাতাস ও সমুদ্রের জলীয় বাষ্পপূর্ণ বাতাস একসঙ্গে মিলিত হয়ে বজ্রগর্ভ মেঘের সঞ্চার করবে স্থানীয়ভাবে। জলীয় বাষ্পপূর্ণ বাতাস ক্রমাগত বঙ্গোপসাগর থেকে স্থলভাগে প্রবেশ করার পরিস্থিতি তৈরি হয়েছে। যে কারণে নামবে বৃষ্টি।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। এদিন উত্তরবঙ্গে পার্বত্য অঞ্চলের দার্জিলিং ও কালিম্পং জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বাকি জেলাগুলিতে নেই বৃষ্টির পূর্বাভাস। তাপমাত্রারও খুব একটা হেরফের হবে না।
আগামীকালের আবহাওয়া
বৃহস্পতিবার আবার তেড়ে বৃষ্টি নামবে দক্ষিণবঙ্গের ৫ জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলায়। হাওয়া বইবে ৩০ থেকে ৪০ কিমি বেগে। এদিন উত্তরবঙ্গে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।
আইএমডি জানিয়েছে, এপ্রিল মাস অত্যন্ত গরম মাস হবে বলে মনে করা হচ্ছে। ওড়িশা, পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ডে পাঁচ থেকে ছয়টি তাপপ্রবাহের দিন এবং দিল্লি এবং উত্তর-পশ্চিম ভারতের অন্যান্য অংশে দুই থেকে তিন দিন তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া সংস্থা অনুসারে, পূর্ব ভারতে এপ্রিল, মে এবং জুন মাসে মোট ১০-১২টি তাপপ্রবাহের দিন থাকতে পারে।