আটদিন পুলিশের সব ছুটি বাতিল করল নবান্ন

Published on:

nabanna

শ্বেতা মিত্র, কলকাতাঃ রামনবমীর আবহে পুলিশ কর্মীদের উদ্দেশ্যে নবান্ন (Nabanna) থেকে জারি হল বিশেষ নির্দেশিকা। আর এই নির্দেশিকা দেখে চোখ কপালে উঠেছে সকলের। আসলে রামনবমীতে হিংসা হতে পারে, এই আশঙ্কা করছে সরকার থেকে শুরু করে বিভিন্ন মহল। আর সেজন্য এবং সর্বোপরি অতীত থেকে শিক্ষা নিয়ে সকল পুলিশ কর্মীদের ছুটি বাতিল করা হল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আজ থেকে মিলবে না কোনও ছুটি।

নির্দেশিকা জারি

নির্দেশিকায় সাফ সাফ বলা হয়েছে, আজ ২ এপ্রিল থেকে আগামী ৯ এপ্রিল অবধি পুলিশ কর্মীরা কোনও ছুটি পাবেন না। অতিরিক্ত ডিজিপি (প্রশাসন ও আইনশৃঙ্খলা) এই নির্দেশ জারি করেছেন। এই নির্দেশিকায় রাজ্যের আইজিপি, সিপি, ডিআইজি, জেলার পুলিশ সুপার, আরপি এবং বিশেষ বাহিনীর আধিকারিকদের স্পষ্টভাবে জানানো হয়েছে, ওই নির্দিষ্ট সময়ে ছুটি মঞ্জুর করা যাবে না। তবে চূড়ান্ত জরুরি পরিস্থিতিতে বা অত্যন্ত প্রয়োজনীয় ক্ষেত্রে ছুটির আবেদন বিবেচনা করা হতে পারে।

ইতিমধ্যে রামনবমীতে সাম্প্রদায়িক উত্তেজনার আশঙ্কা নিয়ে সতর্ক করেছে বাংলার পুলিশ। এ নিয়ে যৌথ সাংবাদিক সম্মেলন করেন রাজ্য পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম ও অতিরিক্ত ডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার। সুপ্রতিম সরকার বলেন, ‘আগামী দিনে কিছু মানুষ হিংসা ছড়ানোর চেষ্টা করছে বলে আমরা সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য পেয়েছি। রামনবমী উপলক্ষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে উত্তেজনা ছড়ানোর চেষ্টা হতে পারে।’

আরও পড়ুনঃ ৫ লাখের বেশি জমা রাখছেন ব্যাঙ্কে? খোয়া যেতে পারে টাকা! জানুন RBI-র নিয়ম

জনগণের উদ্দেশ্যে বিশেষ বার্তা পুলিশের

ইতিমধ্যে জনগণের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছে পুলিশ। সুপ্রতিম সরকার জানান, ‘জনগণকে অনুরোধ করা হয়েছে, কেউ যেন বিভ্রান্ত না হন। এলাকায় কোনও সন্দেহজনক কার্যকলাপ দেখা গেলে পুলিশকে খবর দিন।’ এর আগে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় পুলিশকে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥