রাজ্যের সরকারি হাসপাতালে প্রচুর নার্সিং অফিসার নিয়োগ, জারি নিয়োগ বিজ্ঞপ্তি

Published on:

GMC Recruitment 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি সরকারি চাকরির খোঁজ করছেন? পাশাপাশি নার্সিং পেশার স্বপ্ন দেখছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। সম্প্রতি সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালে নার্সিং অফিসার পদে প্রচুর শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। যেখানে ভারতীয় নাগরিক হলে খুব সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। এমনকি এখানে মোটা অঙ্কের বেতন দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কাদের জন্য কয়টি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত লাগবে, বেতন কাঠামো কত রয়েছে, কীভাবে আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে, সমস্ত তথ্য পেতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

পদ এবং শূন্যপদের বিবরণ | GMC Recruitment 2025 |

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, এখানে গ্রুপ বি-র অধীনে নার্সিং অফিসার পদে নিয়োগ করা হবে। শূন্যপদ সম্পর্কে যদি আলোচনা করি, তাহলে এখানে মোট ৪২৪টি শূন্যপদ পাওয়া যাচ্ছে। যেখানে সাধারণ প্রার্থীদের জন্য ২১২টি, SC প্রার্থীদের জন্য ৪৭টি, OBC প্রার্থীদের জন্য ১২৩টি এবং EWS প্রার্থীদের জন্য ৪২টি শূন্যপদ রয়েছে। 

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে চান তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এখানে যেকোন সরকার স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে বিএসসি নার্সিং ডিগ্রি অর্জন করলেই আবেদন করা যাবে। শুধু তাই নয়, এর পাশাপাশি General Nursing and Midwifery (GNM)-এ ডিপ্লোমা ডিগ্রি লাগবে।

বয়স সীমা

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, এখানে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৭ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবে। এর পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে। 

বেতন কাঠামো

এই পদগুলিতে চাকরি পেলে সরকার নির্ধারিত গ্রুপ বি স্তরের বেতন কাঠামো অনুযায়ী বেতন প্রদান করা হবে। বেতন কাঠামো সংক্রান্ত বিস্তারিত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে। 

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশিত হয়েছে?

এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটির চন্ডিগড় প্রশাসনের Department of Medical Education and Research থেকে প্রকাশিত হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়াটি পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য নয়।

কীভাবে আবেদন করবেন?

যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে চান, তাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। শুধু নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

১) প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

২) এরপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন। 

৩) এরপর নির্ধারিত আবেদন ফর্মটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।

৪) এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করুন।

৫) এরপর নির্ধারিত আবেদন ফি প্রদান করুন। 

৬) এরপর ফর্ম সাবমিট করুন এবং প্রিন্ট আউট সংরক্ষণ করে রাখুন। 

জানিয়ে রাখি, এখানে অনলাইনে আবেদনের শেষ তারিখ ৭ই মে, ২০২৫। তাই যারা আবেদন করতে ইচ্ছুক, তারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন। 

নিয়োগ কীভাবে করা হবে?

বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, এখানে চাকরিপ্রার্থীদের তিনটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। সেগুলি হল লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষা।

অফিসিয়াল ওয়েবসাইট- GMCH Official Website

অফিসিয়াল নোটিশ- GMCH Official Notification

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group