কেন্দ্রের সমান DA বৃদ্ধি অসমে, ৭ লক্ষর উপরে কর্মীর খুলল কপাল

Published on:

assam employee da

শ্বেতা মিত্র, কলকাতা: এবার কেন্দ্রীয় সরকারের পথেই হাঁটল রাজ্য সরকার। অক্ষয় তৃতীয়ার আগে আরও এক দফায় মহার্ঘ্য ভাতা বা ডিএ (DA) বাড়ল সরকারি কর্মীদের। হ্যাঁ একদম। ঠিক শুনেছেন। গত মার্চ মাসে কেন্দ্রীয় সরকার মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করে। এখন রাজ্য সরকারগুলিও ডিএ হার সংশোধন শুরু করেছে। রাজস্থানের পর এবার আসামের হিমন্ত বিশ্ব সরকার তার ৭.৩৮ লক্ষ কর্মচারী এবং পেনশনভোগীদের উপহার দিয়েছে। রাজ্য সরকার মহার্ঘ্য ভাতা এবং ত্রাণ ২% বৃদ্ধি করেছে, যার পরে এটি ৫৫% -এ এসে দাঁড়াল।

DA বৃদ্ধি করল রাজ্য সরকার

ডিএ বৃদ্ধির প্রসঙ্গে বড় তথ্য দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ পোস্ট করে লিখেছেন যে, ‘আমাদের কর্মচারী এবং পেনশনভোগীদের বিহুর শুভেচ্ছা! আসাম মন্ত্রিসভা রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ/ডিআর-এর হার ৫৩% থেকে বাড়িয়ে ৫৫% করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে রাজ্যের ৭,৩৮,০০০-এরও বেশি কর্মচারী/পেনশনভোগী উপকৃত হবেন। আসাম দেশের প্রথম রাজ্য হিসেবে এপ্রিল মাসেই ৫৫% ডিএ/ডিআর দিয়েছে। আসামের অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদান রাখা সকল কর্মচারীর কঠোর পরিশ্রমের জন্য আমরা গর্বিত।’

দেওয়া হবে বকেয়াও

সবথেকে বড় কথা, সরকারি কর্মীদের বকেয়া টাকাও মিটিয়ে দেওয়া হবে। অর্থ বিভাগের বিজ্ঞপ্তি অনুসারে, মহার্ঘ্য ভাতা এবং ত্রাণের নতুন হার ১ জানুয়ারি, ২০২৫ থেকে প্রযোজ্য হবে। এমন পরিস্থিতিতে, জানুয়ারি ও ফেব্রুয়ারি, এই দুই মাসের বকেয়া ২টি কিস্তিতে দেওয়া হবে। প্রথম কিস্তি মে মাসে বেতনের সঙ্গে পাবেন সরকারি কেমিদের এবং দ্বিতীয় কিস্তি জুন মাসে দেওয়া হবে।

আরও পড়ুনঃ দ্বিতীয় সেমির আগে আপুইয়া, মনবীরকে নিয়ে সুখবর মোহনবাগানে

এছাড়া বর্ধিত ডিএ-র সুবিধা এপ্রিল মাসের বেতনে দেওয়া হবে। এই বৃদ্ধির পর, আসামের কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএও কেন্দ্রের সমান হয়ে গেছে। এতে কোনো। সন্দেহ নেই যে সরকারের এহেন সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন বহু সরকারি কর্মী।

 

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥