সৌভিক মুখার্জী, কলকাতা: এয়ারটেল গ্রাহকদের জন্য দারুণ সুখবর। বর্তমানে ভারতের অন্যতম বৃহৎ টেলিকম সংস্থা এয়ারটেল নিয়ে আসলো কিছু নয়া ফ্যামিলি প্ল্যান (Family Plan), যেখানে মাত্র একটি রিচার্জেই পাওয়া যাবে একাধিক সিম ব্যবহারের সুবিধা। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। এর সঙ্গে মিলবে ফ্রি OTT সাবস্ক্রিপশন Hotstar, Amazon Prime, আর Xstream এর মত জনপ্রিয় প্ল্যাটফর্মগুলির প্যাকেজ। চলুন এই রিচার্জ প্ল্যানগুলি সম্পর্কে একটু খতিয়ে দেখি।
এক প্ল্যানেই গোটা পরিবার
এয়ারটেলের এই নতুন ফ্যামিলি ইনফিনিটি প্ল্যানগুলির মূল উদ্দেশ্য হল, ছোট থেকে বড় পরিবার যাদের একাধিক মোবাইল ফোন থাকে, তাঁদের জন্য সাশ্রয়ী মূল্যে সুবিধা প্রদান করা। এই প্ল্যানগুলির মধ্যে রয়েছে 699 টাকার প্ল্যান যেটিতে দুটি সিম চলবে, 1199 এবং 1399 টাকার প্ল্যান যেটিতে চারটি সিম চলবে এবং 1749 টাকার প্ল্যান যেটিতে পাঁচটি পর্যন্ত সিম চলবে।
699 টাকার প্ল্যানের সুবিধা
এয়ারটেলের এই প্ল্যানে একটি প্রাইমারি সিম ছাড়াও অতিরিক্ত একটি সিম চালানোর সুযোগ থাকছে। এই প্ল্যানে মিলবে মোট 105GB ডেটা, যা দুটি সিমে ভাগ করে ব্যবহার করা যাবে। এমনকি 100টি করে SMS প্রতিদিন। শুধু তাই নয়, এখানে ডেটা রোলওভারের সুবিধা থাকবে। অর্থাৎ, অব্যবহৃত ডেটা পরে ব্যবহার করা যাবে। OTT সাবস্ক্রিপশনের মধ্যে থাকবে 1 বছরের জন্য Disney+ Hotstar, 6 মাসের জন্য Amazon Prime এবং 6 মাসের জন্য Airtel Xstream Play Premium। তবে জানিয়ে রাখি, এই প্ল্যানের উপর 18% GST আলাদা করে দিতে হবে।
999 এবং 1199 টাকার প্ল্যান
যেমনটা জানা যাচ্ছে, 999 টাকার প্ল্যানে তিনটি সিম ব্যবহার করা যাবে এবং 1199 ও 1399 টাকার প্ল্যানে চারটি করে সিম ব্যবহার করা যাবে। প্রতিটি প্ল্যানেই 150GB পর্যন্ত ডেটা রোলওভারের সুবিধা থাকছে। সাথে মিলছে প্রতিদিন 100টি করে SMS ও আনলিমিটেড কলিং। OTT সাবস্ক্রিপশনের মধ্যে থাকবে 1 বছরের জন্য Disney+ Hotstar, 6 মাসের জন্য Amazon Prime এবং 6 মাসের জন্য Airtel Xstream Play Premium। শুধু তাই নয়, এই প্ল্যানে ফ্রী হ্যালোটিউন এবং প্রত্যেকে ব্যবহারকারীর জন্য আলাদা আলাদা ডেটা নিয়ন্ত্রণের সুবিধাও থাকছে।
1749 টাকার প্ল্যানে পাঁচটি সিম ব্যবহার করুন
যাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি বা একসঙ্গে অনেকগুলো ডিভাইসের কানেকশন প্রয়োজন হয়, তাদের জন্য এয়ারটেলের 1749 টাকার প্ল্যানটি সেরা বিকল্প। কারণ এই প্ল্যানে একসঙ্গে পাঁচটি কানেকশন পাওয়া যাবে।
আরও পড়ুনঃ সাদা বলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল ভারত, নতি স্বীকার ট্র্যাভিস হেডের
আসলে এয়ারটেলের এই ফ্যামিলি ইনফিনিটি প্ল্যানগুলি মূলত একটি রিচার্জে একাধিক সিম ব্যবহার এবং OTT সাবস্ক্রিপশনের জন্য সেরা। ডেটা থেকে শুরু করে কলিং, বিনোদন সবকিছুই মিলছে এক প্ল্যানের মধ্যে। তাই যারা পরিবার বা ছোট টিমের জন্য সাশ্রয়ী ও ইউজারফ্রেন্ডলি মোবাইল প্ল্যান খুঁজছেন, তাদের জন্য এয়ারটেলের এই প্ল্যানগুলি হতে পারে পারফেক্ট অপশন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |