প্রয়াত ACP প্রদ্যুম্ন? মন খারাপ ভক্তদের, CID নিয়ে বড় সিদ্ধান্ত SONY-র

Published on:

cid shivaji

শ্বেতা মিত্র, কলকাতাঃ CID…সিরিয়াল দুনিয়ার এক অনন্য নাম। বছরের পর বছর ধরে চলে আসা এই টেলিভিশন সিরিজ দর্শকদের মনে এক আলাদাই জায়গা করে রেখেছে। এসিপি প্রদ্যুমনের ‘কুছ তো গড়বর হ্যায়’, অভিজিতের বুদ্ধিমত্তা, দয়া’র দরজা ভাঙার দৃশ্য ৮ থেকে ৮০ সকলেরই মনে এক আলাদাই জায়গা করে নিয়েছে। মাঝে কয়েক বছর বন্ধ থাকলেও ফের এই সিরিজ শুরু হয়। কিন্তু এই সিরিজ শুরু হওয়ার কিছু সময়ের মধ্যেই এল খারাপ খবর। জানা যাচ্ছে, মেগা থেকে বিদায় নিচ্ছেন এসিপি প্রদ্যুমনের জায়গায় অভিনয় করা শিবাজি সত্যম।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

মন খারাপ CID-র দর্শকদের

ইতিমধ্যে সোনি চ্যানেলের তরফে একটি বিস্ফোরক পোস্ট করা হয়েছে। আর এই পোস্ট দেখে চমকে গিয়েছেন সকলেই। যেখানে বলা হয়েছে। সকলের প্রিয় শিবাজি সত্যম মেগা থেকে বিদায় নিচ্ছেন। এর ফলে বেজায় মন খারাপ দর্শকদের। এসিপি প্রদ্যুমনের চরিত্রে অভিনয় করা এই বর্ষীয়ান অভিনেতা শো-এর ইউএসপি ছিলেন সেটা বলাই বাহুল্য। কিন্তু আচমকা তাঁর মেগা ছাড়াটাকে মেনে নিতে পারছেন না দর্শকরা। আচমকা কেন এই সিদ্ধান্ত, সেই বিষয়ে কিছু জানা যায়নি।

সিআইডি থেকে বাদ এসিপি প্রদ্যুমন

কিছুদিন ধরেই আলোচনা চলছিল যে এসিপি প্রদ্যুমন অর্থাৎ শিবাজি সাতমকে আর সিআইডি ২-তে দেখা যাবে না। শোতে তার মৃত্যুর মাধ্যমে তার চরিত্রটি শেষ করা হচ্ছে। এখন অবশেষে নির্মাতারা এটি ঘোষণা করেছেন। সোনি চ্যানেল শিবাজি সাতম ওরফে এসিপি প্রদ্যুম্নের ছবি RIP ACP হ্যাশট্যাগ দিয়ে শেয়ার করেছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সোনি লিখেছে, “একটি যুগের সমাপ্তি। এসিপি প্রদ্যুমন (১৯৯৮-২০২৫)।” পোস্টের সাথে থাকা ক্যাপশনে লেখা ছিল, “এসিপি প্রদ্যুম্নের সুন্দর স্মৃতিতে। এমন একটি ক্ষতি যা কখনও ভোলা যাবে না।” এদিকে এহেন পোস্ট দেখে বেজায় চটেছেন দর্শকরাও। নির্মাতাদের এই পোস্টটি দেখার পর, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তাদের রাগ নিয়ন্ত্রণ করতে পারছেন না। একজন ব্যবহারকারী লিখেছেন, “এই খবরটি অবশ্যই অনেক দর্শককে অনুষ্ঠানটি ছেড়ে যেতে বাধ্য করবে।”

আরও পড়ুনঃ ‘সময় হয়েছে দেশজুড়ে UCC লাগু করার!’ কেন্দ্রকে আইন আনতে বলল হাইকোর্ট

একজন বলেছেন, “এসিপি প্রদ্যুমনকে ফিরিয়ে আনতে হবে, সোনি টেলিভিশনের অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া উচিত।” একজন মন্তব্য করেছেন, “তাহলে যখন কোনও প্রধান চরিত্র থাকবে না, তখন সিআইডি চালিয়ে আপনারা কী করবেন?” কেউ কেউ তো এমনও বলেছেন যে RIP ACP-এর জন্য নয়, CID-এর জন্য। মানুষ বলছে যে এই খবর তাদের হৃদয় ভেঙে দিয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group