প্রকাশ্যে এল শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রো চালুর দিনক্ষণ

Published on:

Sealdah Esplanade Metro

প্রীতি পোদ্দার, কলকাতা: প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে কলকাতা মেট্রো এখন নিত্যযাত্রীদের কাছে এক অন্যতম পরিবহন মাধ্যম হয়ে উঠেছে। কম সময়ে নিমেষের মধ্যে বেশি দূরত্বের যাত্রা অতিক্রম করে খুব সহজেই গন্তব্যে পৌঁছে দিচ্ছে মেট্রো। এইমুহুর্তে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড ও শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে মেট্রো চলাচল করছে। কিন্তু এখনো পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের শেষ ২.৬ কিলোমিটার অংশ শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডের উদ্বোধন কবে, তা নিয়ে জল্পনা হয়েই চলছে। তবে এই মাসেই উদ্বোধন হতে চলেছে এই মেট্রো রুটের। তাও আবার স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

রুটের পরিদর্শন করতে পারেন CRS

শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রো (Sealdah Esplanade Metro) রুট কতখানি নিরাপদ তা ভালো করে খতিয়ে দেখার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সেই কাজে যাতে কোনো রকম ত্রুটি বা সমস্যা না থাকে তার জন্য ধাপে ধাপে বেশ কয়েকদিন বন্ধ থাকছে এই রুটের ট্রেন চলাচল। এবং জোর কদমে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এই আবহে ইস্ট-ওয়েস্ট মেট্রো সূত্রে জানা গিয়েছে, এইমুহুর্তে শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রো রুটে যে অংশ এখনও জোড়েনি, তা চলতি মাসেই জুড়ে যেতে পারে। সব মিলিয়ে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পুরো ১৬.৬ কিলোমিটার অংশেই ছুটবে মেট্রো। তবে এই নতুন অংশটি চালুর আগে, কমিশনার অফ রেলওয়ে সেফটি অর্থাৎ CRS আগামী ১৪ এপ্রিল এই রুটের পরিদর্শন করতে পারেন বলে জানা গিয়েছে।

কবে উদ্বোধন হবে এই মেট্রো রুট

তবে শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নয়া মেট্রো রুট উদ্বোধন করবেন। আগামী ২৪ এপ্রিল ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত ২.৬ কিলোমিটার দীর্ঘ নতুন অংশের উদ্বোধন করবেন তিনি। আর এই উদ্বোধনের মাধ্যমে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর সম্পূর্ণ রুটটি কার্যকর হবে। তবে তার আগে আগামীকাল অর্থাৎ ৮ এপ্রিল রাজ্য অগ্নি নির্বাপণ বিভাগ এই অংশের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে পারে। তবে ২৪ এপ্রিল দিনটিকে উদ্বোধনের জন্য পুরোপুরি সবুজ সংকেত মেলেনি কারণ মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের সুরক্ষা নিশ্চিত না করে এই রুটে ট্রেন চলাচল শুরু করবে না। তাই বিষয়টি নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ ‘CESC-র সাড়ে ১৮ কোটি তৃণমূলের পকেটে’, শোভনদেবের বিরুদ্ধে অভিযোগ! হাইকোর্টে মামলা

সম্প্রতি ইস্ট-ওয়েস্ট রুটে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল (সিবিটিসি) ব্যবস্থা চালুর জন্য গ্রিন লাইনে সিগনাল ব্যবস্থা তুলে অভিন্ন নয়া প্রযুক্তি বসিয়ে ট্রায়াল চলেছে। সিগন্যালিং ব্যবস্থাও উন্নত করার চেষ্টা হচ্ছে অন্যান্য লাইনের থেকে। অন্যদিকে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো লাইনটি জুলাই মাসে চালু হতে পারে বলে পরিকল্পনা করা হয়েছে, যা কলকাতার প্রথম বিমানবন্দর সংযোগকারী মেট্রো লাইন হবে। এই ৭ কিলোমিটার দীর্ঘ রুটটি কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অর্থাৎ চলতি বছর পরিবহন ব্যবস্থা আরও মসৃন এবং উন্নত করে তুলতে উঠে পড়ে লেগেছে কেন্দ্র।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group