প্রীতি পোদ্দার, কলকাতা: আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সভায় যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু সকাল থেকেই স্টেডিয়ামের সামনে চাকরিহারাদের মধ্যে পাস বিতর্ক নিয়ে রীতিমত ধুন্ধুমার কাণ্ড ঘটে যায়। অনেক ধস্তাধস্তি মারপিটের পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শেষে দুপুর ১২ তার আগেই নেতাজি ইন্ডোরে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মুখ্যসচিব মনোজ পন্থ, সাহিত্যিক আবুল বাশার, কবি সুবোধ সরকার এবং আরও কয়েক জন সরকারি কর্তা, আইনজ্ঞরা। মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উঠতেই নিজেদের অবস্থার কথা জানাচ্ছেন চাকরিহারাদের প্রতিনিধিরা। বেশ কয়েকটি দাবি জানিয়েছেন তাঁরা। কিন্তু এই আবহে এই বৈঠককে ঘিরে বিস্ফোরক অভিযোগ তোলে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
এদিন বৈঠকে উপস্থিত চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্বেচ্ছাসেবক হিসাবে কাজ চালিয়ে যেতে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আপনারা কি এখনও বরখাস্তের নোটিস পেয়েছেন? চাকরি করুন না। মানবতার স্বার্থে স্বেচ্ছায় সকলেই কাজ করতে পারেন।’ এরপরই আশ্বাস দিয়ে বলেন যে আগামী দু মাসের মধ্যেই বিকল্প ব্যবস্থা করবে রাজ্য সরকার। এবং স্পষ্ট জানিয়ে দিলেন যোগ্যদের কারও চাকরি বাতিল হবে না। তাই ২ মাস কষ্ট করলে আরও ২০ বছর শান্তিতে থাকতে পারবেন সবাই। কিন্তু এদিকে যখন ইন্ডোর স্টেডিয়ামে ‘যোগ্য’ শিক্ষকদের সঙ্গে বৈঠক করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই সময় বিধানসভার বাইরে দাঁড়িয়ে বড় দাবি করে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত সকল চাকরিহারাদের উপস্থিতি নিয়ে এদিন প্রশ্ন তোলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী আইনজীবী পদ নিয়ে প্রশ্ন শুভেন্দুর
বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, “এরা কেউ প্রকৃত মেধাযুক্ত শিক্ষক-শিক্ষিকা বা শিক্ষাকর্মী নন। এরাই চব্বিশে ভোট করেছে, ভোট লুটের কাজও করেছে। ডায়মন্ড হারবারে তো টেন্টেড শিক্ষক ও শিক্ষাকর্মীদের দিয়ে ভোট করানো হয়েছে। ওখানে সাত লক্ষ ভোট পাওয়া নিয়ে আমি তো RTI-ও করেছিলাম, কিন্তু এখনও উত্তর মেলেনি। এবার আমি ভোটে আদালতে যাব।” এদিন তিনি যোগ্য-অযোগ্যের প্রকৃত সংখ্যা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি মুখ্যমন্ত্রীর আইনজীবী হওয়া নিয়ে কটাক্ষ করেছেন। শুভেন্দু অধিকারী বলেন, “প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ১৬ বার শুনানি করেছেন, সকলকে বলার সুযোগ দিয়েছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় কোটি কোটি টাকা খরচ করে আইনজীবী দিয়ে অযোগ্যদের বাঁচানোর জন্য যোগ্যদের বলি দেওয়ার ব্যবস্থা করেছেন। আর উনি তো বলেন উনি আইনজীবী, সুপ্রিম কোর্টে যোগ্যদের হয়ে মুখ্যমন্ত্রীই না হয় সওয়াল করুন।”
আরও পড়ুনঃ করোনার পর এবার জলাতঙ্কের থাবা ভারতে! আক্রান্ত অজস্র, গ্রামে গ্রামে কনটেনমেন্ট জোন
গ্রেফতার লকেট চট্টোপাধ্যায়
এদিন শুভেন্দু অধিকারী ফের ২৬০০০ চাকরি বাতিলের জন্য দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এমনকি রাজ্য সরকারের বিরুদ্ধে দাবি করা হয় যে পার্থ চট্টোপাধ্যায়কে দিয়ে এসএসসির অটোনমি নাকি শেষ করেছেন মুখ্যমন্ত্রী। এদিকে আজ চাকরিহারাদের জন্য ’কালীঘাট চলো’র ডাক দিয়েছে রাজ্য বিজেপি যুব মোর্চা। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী এক্সাইড মোড় থেকে কালীঘাটে যায় বিজেপি। মিছিলের নেতৃত্বে ছিলেন লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো, ইন্দ্রনীল খাঁ। এদিকে বিজেপি যুব মোর্চার ‘কালীঘাট চলো’ অভিযান ঘিরে ধুন্ধুমার কলকাতার এক্সাইড মোড় চত্বর। শুরু হয় চরম উত্তেজনা। পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তির অভিযোগ ওঠে বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। শেষপর্যন্ত বিক্ষোভকারীদের পাকড়াও করা হয়। বিজেপি নেত্রী তথা প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কেও আটক করা হয়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |