প্রীতি পোদ্দার, কলকাতা: দীর্ঘ ১ বছর ধরে কলকাতা হাইকোর্টের রায় প্রদান করার পর থেকে শীর্ষ আদালতে স্কুল সার্ভিস কমিশনের (SSC) প্রায় ২৬ হাজার চাকরি সংক্রান্ত মামলাটি চলে আসছিল। একের পর এক শুনানি চলছিল এই মামলাকে ঘিরে। এই আবহে গত বৃহস্পতিবার ২৬ হাজার চাকরি সংক্রান্ত মামলায় রায় দিয়েছে শীর্ষ আদালত। হাইকোর্টের রায়কে বহাল রেখে বাতিল করে দেওয়া হয় ২০১৬ সালের গোটা প্যানেল। এক মুহূর্তের মধ্যে চাকরিহারা হয়ে যায় ২৬ হাজার প্রার্থী। আর ওই সময়েই জানিয়ে দেওয়া হয়, আগামী ৮ এপ্রিল অর্থাৎ আজ সুপারনিউমেরারি পদের মামলাটি শোনা হবে।
অতিরিক্ত পদ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা দফতর
সূত্রের খবর, এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় হাই কোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের প্রেক্ষিতে কিছু ‘অযোগ্যে’র চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। সেই সময় শিক্ষা দফতর প্রায় ছ’হাজারের কাছাকাছি সুপারনিউমেরারি পদ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল যাতে অনেক চাকরি বাতিল হওয়া প্রার্থীকে অন্যভাবে কাজে বহাল রাখা যায়। এবং এই মর্মে এক বিজ্ঞপ্তিও দেওয়া হয়। কিন্তু এই সুপারনিউমেরারি পদ তৈরি ঠিক কতটা কাঙ্ক্ষিত এবং আইনগত বৈধতা আছে তা নিয়ে উঠে এসেছিল একাধিক প্রশ্ন। কারণ, হাই কোর্টের একাধিক রায়ে বলা হয়েছে, “বিশেষ পরিস্থিতি ছাড়া সুপারনিউমেরারি পদ তৈরি করা যায় না এবং সংখ্যাও সীমিত হতে হবে।”
কখন অতিরিক্ত পদ তৈরি করতে পারে রাজ্য?
রাজ্যের ক্ষেত্রে তখনই বিশেষ সুপারনিউমেরারি পদ তৈরি করা যায় যখন কারও কাজের জন্য সরকারি দফতরে অনেক উন্নতি ঘটছে এবং সেক্ষেত্রে সরকার যদি মনে করে দফতরের জন্য তাঁকে আরও কিছুদিন প্রয়োজন, তখন বিশেষ পরিস্থিতিতে এই অতিরিক্ত পদ তৈরি করা যেতে পারে। তা-ও খুব সীমিত সংখ্যায়। ২০০-৫০০ পদ তৈরি করা যায় না। স্বল্পমেয়াদের জন্য তৈরি করা যায় এই ধরনের পদ। কিন্তু শেষ পর্যন্ত এসএসসি মামলায় সেই পদ তৈরির বিরুদ্ধে হাইকোর্টে একটি মামলা করা হয়। সেখানে মামলাকারী পক্ষের আইনজীবী ফিরদৌস শামিম দাবি করেছেন, “ রাজ্য সরকার সুপারনিউমেরারি পদ তৈরি বেআইনি নিয়োগকে রক্ষা করার চক্রান্ত করেছে। এমনকি রাজ্যের মন্ত্রিসভা বেআইনি ভাবে অনুমোদন দিয়েছিল।”
এই অভিযোগের ভিত্তিতেই কলকাতা হাই কোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই-কে মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন। পরে বিচারপতি দেবাংশু বসাক ও মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে উঠেছিল সেই মামলা। ২০২৪ এর ২২ এপ্রিল স্কুল সার্ভিস কমিশনের বিশেষ বেঞ্চও জানায় যে, সুপারনিউমেরারি পদ তৈরি করা রাজ্যের সঠিক হয়নি। তাই সিবিআই প্রয়োজনে মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। এদিকে হাই কোর্টের রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য।
আরও পড়ুনঃ পরকীয়া করত স্ত্রী, প্রায় শেষ হয়েছিল কেরিয়ার! KKR প্রাক্তনীর জীবন জানলে চোখে জল আসবে…
মামলার শুনানি হবে আজ
সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ সুপারনিউমেরারি পদ তৈরি নিয়ে মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দেয়। সেই স্থগিতাদেশ এখনও রয়েছে। তবে আজ অর্থাৎ মঙ্গলবার সেই সুপারনিউমেরারি পদ তৈরি সংক্রান্ত মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার এজলাসে। এবং এই সুপারনিউমেরারি পদের বিষয়ে রাজ্য সরকার কী জানায় প্রধান বিচারপতির এজলাসে, সেই দিকে আজ নজর রয়েছে সকলের।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |