Indiahood-nabobarsho

টানা ৫ দিন! একেবারে তলানিতে ঠেকেছে সোনা-রুপোর দাম, দেখুন আজকের রেট

Published on:

Gold

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের সোনার বাজারে (Gold Price) টানা পতন। পরপর পাঁচ দিন দরপতন হয়েছে হলুদ ধাতুর। হ্যাঁ ঠিকই শুনেছেন। আজ ৮ই এপ্রিল, মঙ্গলবার। দরপতনের ধারা আজও অব্যাহত থাকলো। দেশের অধিকাংশ শহরে আজ এক ধাক্কায় ৪০০/- টাকা পর্যন্ত কমে গিয়েছে সোনার দাম। এদিকে রুপোর দর কমে ঠেকেছে ৯৩,৯০০/- টাকাতে। বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, আন্তর্জাতিক বাজারের টানাপোড়েন এবং বিনিয়োগকারীদের মনোভাবের কারণেই সোনা রুপোর টানা পতন হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক, আজ দেশের বাজারে সোনা ও রুপোর বর্তমান বাজার মূল্য। 

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আজ সোনার বাজার দর | Gold Price Today |

আজ দেশের প্রধান প্রধান শহর যেমন কলকাতা, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালুরু, পাটনা ইত্যাদি জায়গায় ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮২,৮৪০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনার বাঁট বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৯০,৬৫০/- টাকায়। এদিকে দিল্লি, লখনউ, নয়ডা ইত্যাদি শহরে তুলনামূলকভাবে একটু চড়া হলুদ ধাতুর দাম। এই শহরগুলিতে আজ ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮২,৯৯০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৯০,৫২০/- টাকায়।

আজ রুপোর বাজারের হালচাল | Silver Price Today |

এদিকে আজ সাদা ধাতুর মূল্যে তেমন কোন পরিবর্তন আসেনি। গতকাল যা দাম ছিল, আজও সেই দামেই দাঁড়িয়ে রয়েছে রুপো। আজ রুপোর দাম ৯৩,৯০০/- টাকা প্রতি কেজি। বাজার খোলার সঙ্গে সঙ্গেই লাল সংকেত দেখা গিয়েছে সাদা ধাতুতে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কেন কমছে সোনার দাম?

বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, আমেরিকা এবং চীনের মধ্যে চলতে থাকা বাণিজ্য যুদ্ধ এবং আমেরিকার নতুন শুল্কনীতি আরোপ করার কারণেই সোনার দাম আন্তর্জাতিক বাজারে একধাক্কায় তলানিতে ঠেকেছে। আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমেছে ৩১৬৩ মার্কিন ডলার থেকে ৩১০০ মার্কিন ডলার প্রতি গ্রাম। হ্যাঁ ঠিক শুনেছেন। ভারতে সোনার দাম নির্ভর করে মূলত আন্তর্জাতিক বাজারের দর, ভারতীয় রুপি ও ডলারের রেট, আমদানি শুল্ক এবং সরকারের কর নীতির উপর ভিত্তি করে। আর এই মুহূর্তে বিনিয়োগকারীরা তাদের লোকসান মেটাতে সোনা বিক্রি করে দিচ্ছেন। যার ফলে চাহিদা কমে গিয়ে সোনার দাম দিনের পর দিন পড়ে যাচ্ছে। 

আরও পড়ুনঃ টানা ৫ দিন! একেবারে তলানিতে ঠেকেছে সোনা-রুপোর দাম, দেখুন আজকের রেট

এখনই কি সোনা কেনা উচিত?

যারা সোনা কিনতে চাইছেন, তাদের জন্য হতে পারে এটি সেরা সময়। তবে বাজারে যে হারে ওঠানামা চলছে, তাতে সাবধানে এবং সচেতনভাবেই বিনিয়োগ করা উচিত। কারণ সামনের দিনগুলিতে সোনার দর আবারও হয়তো চড়া হতে পারে। আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতি এবং বিনিয়োগকারীদের মনোভাবের উপরই নির্ভর করবে বাজার দর। তাই অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group