শ্বেতা মিত্র, কলকাতাঃ ইপিএফও (EPFO) সদস্যদের জন্য রইল অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আপনারও যদি পিএফ অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জেনে নেওয়া জরুরি বৈকি। আসলে সরকারের তরফে পিএফ-এর টাকা তোলার প্রক্রিয়া আরও সহজ করে দিয়েছে। এর ফলে উপকৃত হবেন কয়েক কোটি সদস্য। এবার একদম এটিএম থেকে টাকা তোলার মতোই পিএফ-এর টাকা তোলাও জল ভাতের সমান হতে চলেছে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
PF-এর টাকা তোলা এখন আরও সহজ
আগে অনলাইনে পিএফের টাকা তোলার ক্ষেত্রে বড় ঝামেলা হত। কিন্তু এখন সদস্যদের বাতিল চেক আপলোড করার প্রয়োজন নেই। ব্যাংক অ্যাকাউন্ট যাচাইয়ের জন্য নিয়োগকর্তার অনুমোদনেরও প্রয়োজন হবে না।
১) বাতিল চেক বা পাসবুকের প্রয়োজন নেই
এখন দাবি দাখিল করার সময় এই নথিগুলি আপলোড করার প্রয়োজন হবে না
২) নিয়োগকর্তার অনুমোদনের প্রয়োজন নেই
এখন থেকে আধার ওটিপির মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করা হবে।
৩) ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করা সহজ
ব্যবহারকারীরা তাদের নতুন ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ প্রবেশ করতে পারবেন এবং OTP দিয়ে সেলফ অ্যাটেস্টেড করতে পারবেন।
আরও পড়ুনঃ বদলানো হবে পুরনো SIM, ১২০ কোটি মোবাইল ব্যবহারকারীকে সতর্কতা
উপকৃত হবেন কয়েক কোটি সদস্য
ইপিএফও-র সদস্য সংখ্যা প্রায় ৮ কোটি। এখন তাদের জন্য দাবি নিষ্পত্তি অনেক দ্রুত হবে। এই বিষয়ে শ্রম মন্ত্রক জানিয়েছে যে এই পরিবর্তনগুলি নথি আপলোডের নিম্নমানের সমস্যা এবং অনুমোদনে বিলম্বের মতো সমস্যাগুলি দূর করবে। সামগ্রিকভাবে, এটি EPFO সদস্যদের অনলাইনে PF -এর টাকা তোলার অভিজ্ঞতা আরও উন্নত করবে। আগে ব্যাংক যাচাইয়ের জন্য ৩ দিন সময় নিত। একই সময়ে, নিয়োগকর্তার অনুমোদন পেতে আরও ১৩ দিন সময় লাগবে। এর ফলে পুরো প্রক্রিয়াটিতে যথেষ্ট বিলম্ব ঘটে। এখন এই যাচাইকরণ সরাসরি হয়, যা সময় সাশ্রয় করে। ২০২৪ সালের মে মাসে, EPFO KYC যাচাইকৃত ব্যবহারকারীদের জন্য একটি পাইলট প্রকল্প হিসেবে এটি চালু করে। এর ফলে ১.৭ কোটি মানুষ উপকৃত হয়েছেন। এখন এই পরিষেবাটি সকল সদস্যের জন্য বাস্তবায়িত হয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |